করাচি: প্রতিবেশী দেশ পাকিস্তানে ভোটের ফলাফল এখনও অস্পষ্ট। এরই মধ্য়ে পাকিস্তানের ভোটে জয়ের দাবি করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং ইমরান খান উভয়েই।
পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে মোট আসন ২৬৬টি। সরকার গড়ার জন্য দরকার ন্যূনতম ১৩৩টি আসন। কোনো দলের কাছেই এখনও সংখ্যাগরিষ্ঠতা নেই। ফলে কে সরকার গঠন করবে, তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা।
গণনা চলাকালীন দেখা যায়, শুরু থেকেই বেশিরভাগ কেন্দ্রে এগিয়ে ছিলেন ইমরান খান তথা পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা। পরে নওয়াজ শরিফের দল পিএমএলএন-ও এগিয়ে যায় বেশ কিছু আসনে। এ ভাবেই দু-দল নিজেদের অবস্থান পরিবর্তন করে চলে। শেষ পাওয়া খবর অনুযায়ী, পিটিআই (ইমরান) অনুগামীরা ৮৩টি, পিএমএলএন (শরিফ) ৬৫টি, পিপিপি (ভুট্টো) ৪২ এবং অন্যান্যরা ২৮ টি আসনে জিতেছে অথবা এগিয়ে।
জয়ের দাবি করে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেন, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) নির্বাচনে সবচেয়ে বড় দল হিসাবে অলিখিত স্বীকৃতি পেয়ে গিয়েছে। সংবাদসংস্থা রয়টার্স খবর জানিয়েছে। শরিফের জানিয়েছেন, দেশে জোট সরকার গড়তে সমমনস্ক দলগুলির সঙ্গে আলোচনাও শুরু করে দিতে চান। জানা গিয়েছে, নওয়াজ শরিফ জয়ের কথা ঘোষণা করলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করতে পারবে না তাঁর দল। তাই অন্যান্য রাজনৈতিক দলের শরণাপন্ন হচ্ছেন তিনি।
অন্য দিকে, ইমরানের দল পিটিআই-এর তরফে এআই ব্যবহার করে একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করা হয়েছে। যেখানে নওয়াজের দাবি নস্যাৎ করে ইমরান দাবি করছেন, তাঁর প্রার্থীরাই জিতেছে। সবাইকে অভিনন্দনও জানাচ্ছে পিটিআই।