ক্রিকেটে কামাল করলেও পাকিস্তান রাষ্ট্রকে পরিচালনার ক্ষেত্রে ক্রমাগত চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান সরকার। যেকোনো দেশ পরিচালনার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ন হয় সেই দেশের অর্থনৈতিক অবস্থা। আর এই ক্ষেত্রেই চূড়ান্ত ব্যর্থ ইমরানের পাকিস্তান।
এই মুহূর্তে অত্যন্ত খারাপ অবস্থায় পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা।অর্থনৈতিকভাবে দেশটি কতটা বিধস্ত, তা এখন গোটা বিশ্বের কাছেই পরিষ্কার।
আর পাকিস্তানের এই পরিস্থিতির জন্য সেদেশের জনগণ ইমরানের সরকারকেই দায়ী করছে। দেশের বর্তমান এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পাকিস্তান সরকার সম্প্রতি এক বন্ড জারি করেছে, যার নামকরণ করা হয়েছে ‘ইসলামিক বন্ড ‘।
এই মুহূর্তে পাকিস্তান চায়না ও বিশ্বব্যাংক এর কাছে ঋণে প্রায় গলা পর্যন্ত ডুবে রয়েছে। গোটা দেশ এখন ঋণে প্রায় জর্জরিত।সেই লোন পরিশোধ করতে এবং দেশ এর পরিকাঠামো ঠিক ভাবে গড়ে তুলতে সম্প্রতি এই ইসলামিক বন্ড জারি করে আন্তর্জাতিক বাজার থেকে প্রায় 1 বিলিয়ন ডলার ঋণ নিয়েছে পাকিস্তানের ইমরান সরকার। শুধু এই নয়, এর সুদের হার 7 থেকে 8 পার্সেন্ট। অর্থাৎ পাকিস্তানকে আগামী দিনে এই বিপুল লোনের বোঝা নিয়ে ব্যাপক ভুগতে হবে, সেটা একরকম নিশ্চিত। এখানেই শেষ নয়, এই ঋণ গ্রহণের জন্য পাকিস্তান তার মোটরওয়ে পর্যন্ত বন্দক রেখেছে বলে জানা গিয়েছে। যার সুদূর প্রসারী প্রভাব পাকিস্তানের সাধারণ মানুষের উপর পড়তে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।