গেরুয়া শিবিরের রক্তক্ষরণ অব্যাহত অথবা বলা যায় ভাঙন অব্যাহত পদ্মশিবিরে। এবার জলপাইগুড়ির জেলা সহ-সভাপতি পদ্ম শিবির ছেড়ে নাম লেখালেন তৃণমূল কংগ্রেসে। একুশের বাংলা বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর থেকেই সময়টা মোটেই ভালো যাচ্ছে না বঙ্গ বিজেপির। একের পর এক দলীয় নেতা নেত্রীরা দলত্যাগ করে নাম লেখাচ্ছেন তৃণমূল কংগ্রেসে।
বিজেপির এই রক্তক্ষরণ আরও বাড়িয়ে এবার জলপাইগুড়ির পদ্ম শিবিরের জেলা সহ সভাপতি ধরতিমোহন রায় যোগদান করলেন জোড়াফুল শিবিরে।
জলপাইগুড়ির তৃণমূল ভবনে রবিবার জেলা সভাপতি মহুয়া গোপের উপস্থিতিতে নিজের হাতে তুলে নেন বাংলার শাসক দলের ঝান্ডা। তিনি বিজেপিতে যোগদান করার আগে তৃণমূল এর জলপাইগুড়ি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ছিলেন।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই জেলা থেকেই তৃণমূলের টিকিটে ভোটে লড়েছিলেন ধরতিমোহন রায়। তবে সেইবার কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন এবং অভিযোগ করেছিলেন যে তৃনমূলের একাংশোই তাঁর পরাজয় এর জন্য কলকাঠি নেড়েছে। এর পরপরই তিনি যোগদান করেন গেরুয়া শিবিরে।
এদিন তৃণমূলে যোগদানের পর তিনি বলেন, “নিজেকে অনেক বেশি স্বাভাবিক মনে হচ্ছে। তৃণমূল ছিল আমার নিজের ঘর। আবারও নিজের সেই ঘরে ফিরলাম। দল যেভাবে বলবে, সেভাবেই আগামী দিনে কাজ করব।’