দক্ষিণেশ্বর মন্দিরের ঘাটে উপচে পড়া ভিড়। ছবি: হর্ষিত বন্দ্যোপাধ্যায়
কলকাতা: মহালয়ার ভোরে বুধবার আচমকা ঝেঁপে বৃষ্টির মধ্যেও পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করতে ঘাটগুলোতে ভিড় জমালেন মানুষ। বাবুঘাট থেকে বাগবাজার এবং নিমতলা ঘাট-সহ গঙ্গার বিভিন্ন ঘাটে দেখা গেল তর্পণকারীদের ভিড়।
প্রতি বছরের মতোই, মহালয়ার ভোরে পিতৃপক্ষের সমাপ্তিতে এবং দেবীপক্ষের সূচনার এই দিনে পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় তর্পণের চেনা দৃশ্য দেখা গেল। বৃষ্টি উপেক্ষা করে ভোর থেকেই ঘাটে এসে তর্পণে অংশ নেন অনেকে।
ঘাটগুলিতে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বাবুঘাটসহ অন্যান্য ঘাটে জলপথে টহল দেওয়া হয়, প্রস্তুত রাখা হয়েছে বোট এবং লাইফ জ্যাকেট। নিরাপত্তার জন্য নিয়মিত মাইকিংও করা হয়।
শহরের পাশাপাশি জেলাগুলির ঘাটেও একই চিত্র ধরা পড়েছে। মহালয়ার দিনে বৃষ্টির মধ্যেও ভক্তদের এই অটুট উৎসাহ প্রমাণ করে দেবীপক্ষের সূচনার এই পবিত্র দিনটির গুরুত্ব।