প্রথম পাতা খবর উৎসবমুখর কলকাতায় চলল ‘গুলি’, ছড়াল তীব্র আতঙ্ক

উৎসবমুখর কলকাতায় চলল ‘গুলি’, ছড়াল তীব্র আতঙ্ক

570 views
A+A-
Reset

ডেস্ক: পঞ্চমীর সন্ধ্যায় রেড রোডে চলল গুলি। বাস্কেট ক্লাবের কাছে এই গুলি চলে বলে অভিযোগ। ইতিমধ্যেই ময়দান থানায় এ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে।


জানা গিয়েছে, রবিবার সন্ধেয় ময়দান থানা এলাকার ক্লাবে ছিলেন এক বাস্কেটবল কোচ। কয়েকজনকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। অভিযোগ, সেই সময়ে বাইকে চেপে দুই যুবক তাঁর কাছে যায়। বাস্কেট বল শেখার ইচ্ছে প্রকাশ করে। এরপরই কোনও কারণ ছাড়াই শূন্যে গুলি চালায় তারা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার বিস্তারিত জানিয়ে এরপরই ময়দান থানার দ্বারস্থ হন অভিযোগকারী। সঙ্গে সঙ্গে থানার তদন্তকারী আধিকারিকরা ওই ক্লাব চত্বরে পৌঁছন। তদন্তও শুরু করেন।

আরও পড়ুন: আমার দেখা শ্রেষ্ঠ গণতান্ত্রিক প্রধানমন্ত্রীদের একজন হলেন নরেন্দ্র মোদী, বললেল অমিত শাহ

কিন্তু প্রাথমিক ভাবে পুলিশের বক্তব্য, কোনও গুলি চলার প্রমাণ এখনও তাদের হাতে আসেনি। এমনিতেই রেড রোড অত্যন্ত কড়া নজরদারিতে থাকা এলাকা। প্রত্যেকটি মোড়ে মোড়ে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। সমস্ত অভিযোগ তাই খতিয়ে দেখা হচ্ছে। এরপরই আসল বিষয়টি সামনে আসবে বলে পুলিশ সূত্রে খবর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.