প্রথম পাতা খবর দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৩,৪৫১, বাড়ল মৃতের সংখ্যাও

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৩,৪৫১, বাড়ল মৃতের সংখ্যাও

330 views
A+A-
Reset

ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বাড়ল সংক্রমণ এবং মৃতের সংখ্যা। দিওয়ালির আগে আবারও কড়া বিধিনিষেধের পথে হাঁটছে বিভিন্ন রাজ্য। এরই মধ্যে ভয় ধরালো দেশের কোভিড গ্রাফ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তর সংখ্যা ১৩ হাজার ৪৫১। দেশে এখনও পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৪২ লক্ষ ১৫ হাজার ৬৫৩ জন। 

আরও পড়ুন: শহরে ফের বাড়ল পেট্রোলের দাম, সেঞ্চুরি ছুঁতে চলেছে ডিজেলের


বুধবারের পরিসংখ্যান অনুযায়ী,  দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫৮৫। দেশে এখনও অবধি করোনার বলি ৪ লক্ষ ৫৫ হাজার ৬৫৩ জন।পাশাপাশি নিম্নমুখী করোনার অ্যাকটিভ কেসও। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১ লক্ষ ৬২ হাজার ৬৬১ জন। যা গত ২৪২ দিনে সর্বনিম্ন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৫ লক্ষ ৯৭ হাজার ৩৩৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৪ হাজার ২১ জন। এখনও পর্যন্ত দেশে মোট ১০৩ কোটি ৫৩ লক্ষ ২৫ হাজার ৫৭৭ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকালই ভ্যাকসিন দেওয়া হয়েছে ৫৫ লক্ষের বেশি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.