প্রথম পাতা খবর মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে পশ্চিম বর্ধমানে উদ্বোধন হল ‘কর্মসংবাদ’ পোর্টালের

মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে পশ্চিম বর্ধমানে উদ্বোধন হল ‘কর্মসংবাদ’ পোর্টালের

273 views
A+A-
Reset

আসানসোল : রাজ্যের অন্যতম শিল্প তালুক হলদিয়া ও খড়্গপুরের পরে পশ্চিম বর্ধমানে অদক্ষ শ্রমিকদের জন্য রাজ্য সরকারের শ্রম দফতরের নতুন উদ্যোগ। বুধবার উদ্বোধন করা হল “কর্মসংবাদ” পোর্টাল।

এ দিন এক অনুষ্ঠানে আসানসোলে শ্রমিক ভবনে এই পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই পোর্টাল আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে বলে জানা গেছে ।

উদ্বোধনের পরে আসানসোলের সার্কিট হাউসে শ্রম দফতরের তরফে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক, আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আইএনটিটিইউসি পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ ঘটক ও জয়েন্ট অ‍্যাডিশনাল লেবার কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত।

রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বলেন, অদক্ষ শ্রমিক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে এই পোর্টাল চালু করা হল শ্রম দফতরের তরফে। এই পোর্টালের চেয়ারম্যান পদাধিকার বলে হবেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক। এর মাধ্যমে স্বচ্ছতা আসবে এবং নিয়োগ ক্ষেত্রে দুর্নীতি বন্ধ হবে। শুধু তাই নয়, এর মাধ্যমে নিয়োগ ক্ষেত্রে স্থানীয়দের প্রাধান্য দেওয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মলয় ঘটক আরও বলেন, দক্ষ শ্রমিক নিয়োগের ক্ষেত্রে ২০১২ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার আসার পরে ৯৫টির বেশি আইটিআই ও ২০টির বেশি পলিটেকনিক কলেজ খোলা হয়েছে।

কর্মী নিয়োগে ইচ্ছুকরা এই পোর্টালে তথ্য আপলোড করতে পারবেন বলে জানা গেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.