ডেস্ক: অস্তিত্বকর গরমে নাজেহাল শহরবাসী। বাড়ছে আর্দ্রতা। নিম্নচাপ অক্ষরেখা তৈরির জেরে আটকে রয়েছে বর্ষার স্বাভাবিক বৃষ্টিপাত। বুধবার আকাশ মেঘলা থাকলেও গরমের অস্বস্তি থেকে রেহাই পাবে না কলকাতা ও আশেপাশের জেলার বাসিন্দারা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশে হালকা বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। মৌসুমি বায়ু রাজ্যে ঢুকলেও, বর্ষার বৃষ্টির জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে৷
আরও পড়ুন: বাগবাজারে বৃদ্ধের পচাগলা দেহ আগলে বসে স্ত্রী-মেয়ে!
তবে উত্তরবঙ্গের জন্য জারি হয়েছে সতর্কতা। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। আগামী ২ থেকে ৩ ঘন্টার মধ্যে বজ্র-বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে আলিপুরদুয়ার এবং কোচবিহার৷ ১৬ তারিখের পরে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, জানিয়েছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার সকালের মধ্যে জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। এছাড়াও উত্তরপ্রদেশ, বিহারের মতো অঞ্চলগুলিতে ভারী বৃষ্টি হবে।