প্রথম পাতা খবর রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে কি ভারতে তেল ও গ্যাসের দাম বাড়তে পারে ?

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে কি ভারতে তেল ও গ্যাসের দাম বাড়তে পারে ?

270 views
A+A-
Reset

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বাধলে তেলের দাম বাড়ার আশঙ্কা আগে থেকেই ছিল। রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন যুদ্ধ ঘোষণার পর পরই তেলের দাম বেড়ে গেল।

ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম বেড়ে হল ব্যারেল প্রতি ৭,৬২৬.১৪ টাকা। ২০১৪ সালে সেপ্টেম্বর মাসে অপরিশোধিত তেলের দাম ৭,৫২৫.৩০ টাকা ছাড়িয়ে ছিল। বর্তমানে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম বেড়ে হয়েছে ৭,২৪৮.৩৭ টাকা। এটিও ২০১৪ সালের পর সর্বোচ্চ।

উল্লেখ্য, রাশিয়া বিশ্বের দ্বিতীয় তেল রপ্তানিকারক দেশ। প্রথম স্থানে আছে সৌদি আরব। রাশিয়া ইউরোপের বহু দেশে তেল এবং গ্যাস রপ্তানি করে থাকে। এই যুদ্ধের ফলে ইউরোপে তেল ও গ্যাসের ওপর এক বড়সড় প্রভাব পড়তে পারে।

তবে বিশেষজ্ঞদের ধারণা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব ভারতের উপর সরাসরি নাও পড়তে পারে, তবে পরোক্ষভাবে এর প্রভাব অবশ্যই পড়বে। ইতিমধ্যে ভারতের শেয়ার বাজারের পতন হয়েছে। আগামী দিনে তেল ও গ্যাসের দামও আকাশ ছোঁয়া হতে পারে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.