প্রথম পাতা খবর নিম্ন আয়ের মানুষের জন্য নিউটাউনে ‘নিজন্ন’ ও ‘সুজন্ন’ আবাসনের উদ্বোধন, কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

নিম্ন আয়ের মানুষের জন্য নিউটাউনে ‘নিজন্ন’ ও ‘সুজন্ন’ আবাসনের উদ্বোধন, কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

190 views
A+A-
Reset

ছবি: রাজীব বসু

নিম্ন আয়ের মানুষের জন্য নতুন বাসস্থানের ব্যবস্থা করল রাজ্য সরকার। নিউটাউনের বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন দুটি বহুতল আবাসন— ‘নিজন্ন’ ও ‘সুজন্ন’। রাজ্যের এই আবাসন প্রকল্পে ৭ একর জমি বিনামূল্যে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আবাসন দু’টি নির্মাণে খরচ হয়েছে ২৯০ কোটি টাকা। মোট ১২১০টি ফ্ল্যাট থাকবে এই প্রকল্পে, যা লটারি প্রক্রিয়ার মাধ্যমে বিক্রি হবে।

মমতা জানিয়েছেন, এই ফ্ল্যাটগুলি মূলত নিম্ন আয়ের মানুষের জন্য, বাজারদরের তুলনায় অনেক সস্তায় মিলবে আশ্রয়। রাজারহাটে তৈরি হয়েছে একটি বহুতল পার্কিং লটও, যার নাম ‘সুসম্পন্ন’। আবাসনে শিশুদের জন্য পার্ক ‘তরন্ন’, রয়েছে ফুড কোর্ট, ক্যাফেটেরিয়া ও সকালবেলার হাঁটার জায়গাও।

এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, কেন্দ্রের সহযোগিতা না থাকায় রাজ্যের একাধিক প্রকল্পে বাধা আসছে। তা সত্ত্বেও রাজ্য নিজস্ব তহবিলেই বাংলার বাড়ি প্রকল্পে ৪৫ লক্ষ বাড়ি নির্মাণ করেছে বলে জানান তিনি। পাশাপাশি দাবি করেন, একশো দিনের কাজেও দেশজুড়ে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.