যুগটা কৃত্রিম বুদ্ধিমত্তার (AI)। জীবনের নানা ক্ষেত্রে ঢুকে পড়েছে এই প্রযুক্তি। এবার আয়কর বিভাগও কর ফাঁকি ধরতে নিল এআই-এর সাহায্য। চালু হল ‘প্রোজেক্ট সত্য’। ডিআরডিও এবং সিবিডিটি-র মতো দুই কেন্দ্রীয় সংস্থার সহযোগিতায় তৈরি হয়েছে এই আধুনিক পোর্টাল।
কীভাবে কাজ করবে এই পোর্টাল? সূত্রের খবর, কল ডেটা রেকর্ড ও ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণ করে রিয়েল টাইমে তদন্তকারীদের কার্যকরী তথ্য দেবে প্রোজেক্ট সত্য। সন্দেহভাজনের মোবাইল টাওয়ারের জেটা বিশ্লেষণ করে লোকেশন ট্র্যাক করা যাবে। পাশাপাশি তিনি যে অ্যাপ ব্যবহার করেন, তার মধ্যে শীর্ষ দশটি অ্যাপ চিহ্নিত করবে এআই। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যালের মতো এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপও এই তালিকায় থাকতে পারে। ফলে ডিজিটাল লেনদেনের ধরন ও গোপন লেনদেন দ্রুত নজরে আসবে।
আপাতত বেঙ্গালুরুতে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে এই প্রকল্প। শিগগিরি সারা দেশে চালু করার পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কর ফাঁকি ধরতে এই প্রযুক্তি বড় ভূমিকা নেবে। কারণ এখন পর্যন্ত বহু ক্ষেত্রে গোপন লেনদেন ট্র্যাক করতে হিমশিম খেতে হয় আয়কর আধিকারিকদের।
পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক বছরগুলিতে আয়কর রিটার্ন জমা দেওয়ার হার বেড়েছে। তবে একই সঙ্গে বেড়েছে কর ফাঁকির অভিযোগও। এই পরিস্থিতিতে এআই-চালিত ‘প্রোজেক্ট সত্য’ কর ফাঁকির বিরুদ্ধে সরকারের লড়াইয়ে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।