ডেস্ক : ট্যাঙ্কার মালিকদের ডাকা অনির্দিষ্টকালে ধর্মঘটে ইতিমধ্যেই প্রভাব পড়তে শুরু করে। এর জেরে রাজ্যের ৬টি জেলার ২৫০ ইন্ডিয়ান ওয়েল পেট্রোল পাম্প ইতিমধ্যেই তেলশূন্য হয়ে পড়েছে। প্রভাব পড়তে শুরু করেছে কলকাতার পেট্রোল পাম্পগুলোতেও।
হাওড়ার মৌরিগ্রামের ইন্ডিয়ান ওয়েলের ডিপোতে অনির্দিষ্টকালের ধর্মঘটে নেমেছে ট্যাঙ্কার মালিক সংগঠন। তাদের দাবি, ইন্ডিয়ান অয়েল তাদের টেন্ডারে পরিবহণ খরচ অনেকটাই কমিয়েছে। সে কারণেই তারা ধর্মঘটের রাস্তার হেঁটেছেন। অবিলম্বে ইন্ডিয়ান ওয়েল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আলোচনায় না বসলে তারা ধর্মঘট চালিয়ে যাবেন।
ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের জানিয়েছে, প্রায় ষাটটি চুক্তিবদ্ধ তেলবহনকারী ট্যাঙ্কারকে ইতিমধ্যেই বসিয়ে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর আবার ভাড়াও কমিয়ে দেওয়ার ফলে সমস্যায় পড়েছেন তারা। তবে সংগঠনটি আশাবাদী যে, কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে সমস্যার সমাধান করবে।
ধর্মঘট না উঠলে সমস্যা আরও জটিল হবে
ধর্মঘট না উঠলে বন্যা এবং করোনা আবহে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ওয়েস্ট বেঙ্গল পেট্রল ডিলয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, খুব তাড়াতাড়িই কলকাতা এবং হাওড়ার পাম্পগুলিতে তেলের সঞ্চয় ফুরিয়ে যেতে শুরু করবে। তখন পরিস্থিরি আরও জটিল হবে।