প্রথম পাতা খবর ফুটবলে ফের লজ্জা, হংকংয়ের কাছেও হার ভারতের

ফুটবলে ফের লজ্জা, হংকংয়ের কাছেও হার ভারতের

210 views
A+A-
Reset

আবারও লজ্জার মুখে ভারতীয় ফুটবল। ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৬ ধাপ পিছিয়ে থাকা হংকংয়ের কাছে ০-১ ব্যবধানে হার মানল সুনীল ছেত্রীর ভারত। মঙ্গলবার কোওলুনের কেই টাক স্পোর্টস পার্কে ম্যাচের অন্তিম লগ্নে পেনাল্টি থেকে গোল হজম করে ভারতীয় দল। রক্ষণভাগের ভুলের খেসারত দিতে হল বিশাল কাইতের দলকে।

প্রথমার্ধ গোলশূন্য থাকলেও ভারতীয় দলের খেলায় ছিল পরিকল্পনার অভাব। দ্বিতীয়ার্ধেও ফিনিশিং দুর্বলতা প্রকট হয়। আশিক কুরিয়ন, ব্রেন্ডন, লিস্টনরা একাধিক সহজ সুযোগ নষ্ট করেন। ম্যাচের ৯০+৪ মিনিটে বক্সের ভিতর হংকংয়ের খেলোয়াড়কে ফাউল করেন বিশাল কাইত। সেই পেনাল্টি থেকেই ম্যাচের একমাত্র গোলটি করেন পেরেইরা।

দ্বিতীয়ার্ধের মাঝপথে নেমেও কোনও বদল আনতে পারেননি সুনীল। হংকংয়ের কোচ ওয়েস্টউড ভারতীয় দলের দুর্বলতা ভাল বুঝতেন। তাই পরিকল্পিত ফুটবল খেলেই জয় ছিনিয়ে নিলেন তাঁর ছেলেরা। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষে হংকং। আর সুনীল ছেত্রীর ভারত গ্রুপের তলানিতে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.