প্রথম পাতা খবর বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নেপালকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে ভারত

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নেপালকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে ভারত

470 views
A+A-
Reset

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নেপালকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিল ভারত। বৃষ্টির কারণে ভারত-পাকিস্তান খেলা ভেস্তে গিয়েছিল। নেপালের বিরুদ্ধেও সেই আশঙ্কা দেখা দিয়েছিল। তবে এ দিন বৃষ্টি ম্যাচ পুরোটা ভেস্তে দিতে পারেনি। নেপাল নির্বিঘ্নেই তাদের ইনিংসের খেলা সমাপ্ত করে। ৪৮.২ ওভারে তারা তোলে ২৩০ রান।

কাট-অফ সময়ের ৫ মিনিট আগে খেলা শুরু করতে পারেন আম্পায়ারেরা। প্রথমে ভারতের সামনে লক্ষ্য ছিল ৫০ ওভারে ২৩১ রান। বৃষ্টির কারণে লক্ষ্য কমে দাঁড়ায় ২৩ ওভারে ১৪৫ রান। সহজেই সেই রান তুলে নেন রোহিত শর্মারা। ফলে ৩ পয়েন্ট নিয়ে পাকিস্তানের পরে গ্রুপ এ থেকে দ্বিতীয় দল হিসাবে সুপার ফোরে যায় ভারত। পাকিস্তানের পরে এ বার ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হল নেপালকে।

সোয়া ১০টা নাগাদ যখন ভারতের ইনিংস ফের শুরু হয় তখন তাদের সংশোধিত লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৩ ওভারে ১৪৫ রান। ষষ্ঠ ওভারের শেষে ভারতের রান দাঁড়ায় ৩৩। শুভমন ২১, রোহিত ১১। নেপালের হয়ে সপ্তম ওভার করতে আসেন লামিছানে। ওই ওভারে রোহিত ১টা চার ও ১টা ছয়-সহ ১১ রান করে নিজের রান নিয়ে যান ২২-এ। শুভমনের স্কোরও ২২।

দু’জনেই কখনও আক্রমণাত্মক কখনও বা ধীরস্থির ভূমিকা নিয়ে ব্যক্তিগত ৫০-এর দিকে এগোতে থাকেন। ১৩তম ওভারের পঞ্চম বলে সোমপালকে চার মেরে নিজস্ব ৫০ পূর্ণ করেন রোহিত। তিনি এই রান করেন ৩৯ বলেন। রোহিত কিছুটা মারমুখী খেলতে থাকেন। ওদিকে ষোড়শ ওভারের দ্বিতীয় বলে লামিছানেকে চার মেরে ৫০ পূর্ণ করেন শুভমন।

শেষ পর্যন্ত ২১.২ ওভারে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ জয় এনে দেন নট আউট দুই ব্যাটার রোহিত ও শুভমন। রোহিত করেন ৫৯ বলে ৭৪ রান, শুভমন ৬২ বলে ৬৭ রান। পাকিস্তানের সঙ্গে ভারতও গ্রুপ ‘এ’ থেকে পৌঁছে গেল সুপার ফোর-এ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.