ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ যুদ্ধের রূপ নিচ্ছে। বুধবার রাতে পাকিস্তান ভারতের ১৫টি শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা করে। যদিও ভারতীয় সেনার এয়ার ডিফেন্স সিস্টেম সেই হামলা সম্পূর্ণরূপে ব্যর্থ করে দেয়। পালটা প্রত্যাঘাতে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে ভারতীয় সেনা।
সেনা সূত্রে খবর, পাকিস্তানের নিশানায় ছিল শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, জলন্ধর, লুধিয়ানা, চণ্ডীগড়-সহ একাধিক গুরুত্বপূর্ণ শহর। কিন্তু ভারতের অত্যাধুনিক S-400 ‘সুদর্শন চক্র’ সিস্টেম ওই হামলাগুলিকে আকাশেই ধ্বংস করে দেয়। অমৃতসর ও আশেপাশের অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ মিলেছে।
পালটা হামলায় ভারতীয় সেনা পাকিস্তানের অন্তত ১৫টি শহরে ড্রোন বিস্ফোরণ ঘটায়। সেনা দাবি করেছে, এই প্রত্যাঘাতে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ গুঁড়িয়ে গিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যমও একাধিক বিস্ফোরণের খবর স্বীকার করেছে।
ভারতীয় সেনা জানিয়েছে, “শান্তি চাই, কিন্তু প্রত্যাঘাত দিতেও জানি।” অপারেশন সিঁদুরের পর থেকেই সীমান্তে পাক গুলিবর্ষণে ১৬ জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়েছে। পরিস্থিতি কার্যত পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে এগোচ্ছে বলে মত প্রতিরক্ষা বিশ্লেষকদের।