গ্রাহকদের জন্য হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং পরিষেবা চালু করল ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক। শুক্রবার নয়াদিল্লিতে এই পরিষেবা চালু করার ঘোষণা করা হয়। এর ফলে গ্রাহকরা নিজেদের মোবাইল ফোনেই ব্যাঙ্কিং পরিষেবা অ্যাক্সেস করতে সক্ষম হবেন।
সদ্য চালু হওয়া ইন্ডিয়া পোস্ট হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং প্ল্যাটফর্মে নিজের গ্রাহকদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যাঙ্কের সঙ্গে সংযোগ রক্ষার সুবিধা দিচ্ছে। বাড়িতে এসে কোনো পরিষেবার অনুরোধ, নিকটতম পোস্ট অফিসের অবস্থান এবং আরও অনেক কিছু তথ্য এ বার পাওয়া যাবে হোয়াটসঅ্যাপেই।
জানা গিয়েছে, ইন্ডিয়া পোস্ট-হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং সলিউশন শীঘ্রই একাধিক ভাষায় পাওয়া যাবে। বিশেষ করে দেশের গ্রামীণ অংশের মানুষের কাছে নিজের নিজের ভাষায় এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে। এই অতিরিক্ত সুবিধা খুব শীঘ্রই মিলবে বলে জানা গিয়েছে।
যোগাযোগ মন্ত্রকের একটি বিবৃতিতে জানানো হয়েছে, সরকারের ডিজিটাল ইন্ডিয়া মিশনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ চলছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই হোয়াটসঅ্যাপ মেসেজিং একটি নতুন সংযোজন। গ্রামীণ এলাকায় আরও সহজে এবং দ্রুত পরিষেবা পৌঁছে দিতেই এই পদক্ষেপ।