প্রথম পাতা খবর এক দিনে ৩৮ শতাংশ বৃদ্ধি, ফের সংক্রমণ বাড়ছে করোনার

এক দিনে ৩৮ শতাংশ বৃদ্ধি, ফের সংক্রমণ বাড়ছে করোনার

288 views
A+A-
Reset

নয়াদিল্লি: আবারও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাস। দেশের পরিসংখ্যান আজ একলাফে বেড়েছে অনেকটাই। বুধবার (১৯ এপ্রিল) ভারতে ১০ হাজার ৫৪২ জনের নতুন করে করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। , কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে, যা আগের দিনের তুলনায় ৩৮ শতাংশ বেশি।

মন্ত্রকের তথ্য অনুসারে, সক্রিয় কোভিডরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৫৬২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন কমপক্ষে ৮ হাজার ১৭৫ জন। সুস্থতার হার এখন ৯৮.৬৮ শতাংশ। তথ্য অনুসারে, সারা দেশে ২ লক্ষ ৪০ হাজার ১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছিল।

এছাড়াও শেষ ২৪ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে মৃত্যুর সংখ্যা সর্বাধিক। এই রোগের কারণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩১ হাজার ১৯০। স্বাস্থ্য মন্ত্রকের মতে, মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.১৯ শতাংশে। কর্নাটক, দিল্লি এবং ছত্তীসগঢ়ের মৃত্যুর হার বেশি।

মন্ত্রকের তথ্য অনুসারে, দেশব্যাপী টিকাকরণ কর্মসূচির অধীনে এখনও পর্যন্ত কোভিড ভ্যাকসিনের ২২০ কোটি ৬৬ লক্ষ ২৭ হাজার ৭৫৮টি ডোজ দেওয়া হয়েছে এবং একদিনে ৪৮৭টি ইনজেকশন দেওয়া হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.