প্রথম পাতা খবর ঘরে-বাইরে প্রবল চাপ, অবশেষে ইউক্রেনে ত্রাণসামগ্রী পাঠাচ্ছে ভারত

ঘরে-বাইরে প্রবল চাপ, অবশেষে ইউক্রেনে ত্রাণসামগ্রী পাঠাচ্ছে ভারত

241 views
A+A-
Reset

গত সপ্তাহের বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরুর কথা ঘোষণা করেছিলেন। আজও চলছে সামরিক অভিযান, অর্থাৎ এক সপ্তাহ ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ।

এর জেরে ইউক্রেনের বিভিন্ন শহরে আটকে পড়েছিলেন প্রায় ২০ হাজার ভারতীয়, যারমধ্যে বেশিরভাগ পড়ুয়া। কেন্দ্রের তরফে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করে আনার চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যেই কয়েকশো জনকে ফিরিয়েও আনা হয়েছে ভারতে। কেন্দ্রের দাবি, আগামী ৮ মার্চের মধ্যে ইউক্রেনের প্রতিবেশী দেশ রোমানিয়া, স্লোভাকিয়া, পোল্যান্ড ও হাঙ্গেরিতে মোট ৪৬টি উদ্ধারকারী বিমান পাঠানো হবে।

তবে শুধু ভারতীয়দের উদ্ধারই নয়, ইউক্রেনের সাধারণ মানুষদের প্রতি সাহায্যের হাতও বাড়িয়ে দিচ্ছে ভারত সরকার। রুশ সেনার লাগাতার গোলাগুলি বর্ষণে ঘরছাড়া হয়েছেন ইউক্রেনের লক্ষাধিক মানুষ। তাঁদের আশ্রয় হয়েছে শহরের বিভিন্ন প্রান্তের বম্ব শেল্টার ও বাঙ্কারে। কেউ বা আশ্রয় নিয়েছেন বিভিন্ন ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে।

এই কঠিন পরিস্থিতিতে ইউক্রেনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। কেন্দ্রের তরফে তাঁবু, কম্বল, ঠাণ্ডা মোকাবিলায় প্রোটেকটিভ আইগিয়ার, জল ভরার ট্যাঙ্ক, স্লিপিং ম্যাট, সার্জিক্যাল গ্লাভস ও সোলার ল্যাম্প পাঠানো হচ্ছে। এনডিআরএফের তরফে এই ত্রাণসামগ্রীগুলি আজ বায়ুসেনার হাতে তুলে দেওয়া হয়। কূটনৈতিক মহলের মতে, আন্তর্জাতিক চাপেই ইউক্রেনে সাহায্য পাঠাতে বাধ্য হল ভারত। পাশাপাশি দেশের অভ্যন্তরেও প্রবল চাপ ছিল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.