প্রথম পাতা খবর করোনার টিকাকরণে বিশ্বরেকর্ড গড়েছে ভারত, লালকেল্লায় উড়বে ১৪০০ কেজি ওজনের পতাকা

করোনার টিকাকরণে বিশ্বরেকর্ড গড়েছে ভারত, লালকেল্লায় উড়বে ১৪০০ কেজি ওজনের পতাকা

274 views
A+A-
Reset

ডেস্ক: টিকাকরণে ১০০ কোটির লক্ষ্যমাত্রা পূরণ করে নজির গড়ে দেখাল ভারত। একশো কোটির মাইলফলক পেরনোর এই মুহূর্তকে উদযাপন করতে উৎসবও শুরু হয়ে গিয়েছে। এই উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে প্রশংসায় ভরিয়ে দেন।এভাবেই ১০০ কোটি টিকাকরণের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে উন্মুখ কেন্দ্র। সেই সঙ্গে আরও একটি লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। বৃহস্পতিবার দেশের আড়াই কোটি মানুষকে টিকা দিতে চায় কেন্দ্র।


এদিনের ভাষণে মোদি বলেন, ”আজ একটা উৎসাহের আবহ তৈরি হয়েছে। সেই সঙ্গে আমাদের মধ্যে এই দায়িত্ববোধও রয়েছে যে সবাই মিলে আমরা করোনাকে হারাব।” সেই সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়ে দেন, দেশের প্রত্যেকটি জেলায় একটি করে মেডিক্যাল কলেজ গড়ার লক্ষ্যে এগোচ্ছে কেন্দ্র।

আরও পড়ুন: দেশের করোনা টিকাকরণে বিশ্ব রেকর্ড, আমাদের কাছে গৌরবের: দিলীপ ঘোষ


মাইলফলক ছোঁয়ার উদযাপনে অভিনব পরিকল্পনা নিয়েছে সরকার। কেন্দ্র একটি গান লঞ্চ করতে চলেছে আজ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ড মনসুখ মাণ্ডব্য জানান, ‘শুধু গান নয়, থাকবে অডিও ভিস্যুয়ালও।’ সূত্রের খবর, রাজধানীর লালকেল্লা থেকে এই অডিও ভিস্যুয়াল ক্লিপটি রিলিজ করবেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। সম্ভবত আজই ১ হাজার ৪০০ কেজির একটি পতাকা উত্তোলন করা হবে লালকেল্লায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.