প্রথম পাতা খবর অসাধ্যসাধন ভারতের! ৭ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে মহিলা বিশ্বকাপের ফাইনালে হরমনপ্রীতরা

অসাধ্যসাধন ভারতের! ৭ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে মহিলা বিশ্বকাপের ফাইনালে হরমনপ্রীতরা

11 views
A+A-
Reset

অসাধ্যকে সাধন করল ভারতীয় মহিলা ক্রিকেট দল! নবি মুম্বইয়ের মাঠে ৭ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবার মহিলা এক দিনের বিশ্বকাপের ফাইনালে উঠলেন হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত।

প্রথমে ব্যাট করে ৩৩৮ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া, কিন্তু ভারতের মেয়েরা দুরন্ত রানতাড়ায় ইতিহাস গড়ে ৩৩৯ রান তুলে জয় ছিনিয়ে নিল। এটি ভারতের এক দিনের ক্রিকেটে সর্বাধিক রান তাড়া করে জয়।

ফাইনালে রবিবার ভারতের প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ, এবারের বিশ্বকাপে দেখা যাবে এক নতুন চ্যাম্পিয়ন।

অস্ট্রেলিয়ার দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতের। ওপেনার শেফালি বর্মা (১০) ও স্মৃতি মন্ধানা (২৪) দ্রুত আউট হন। তখন মনে হচ্ছিল, আগের মতোই আবারও হার মানতে পারে ভারত।

কিন্তু জেমাইমা রদ্রিগেজ (১২৭)অধিনায়ক হরমনপ্রীত কৌর (৮৯) মিলে গড়ে তুললেন ১৮৭ রানের অসাধারণ পার্টনারশিপ।
দু’জনেই ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলে খেলার ছন্দ ফেরান। পাওয়ারপ্লে কাজে লাগিয়ে জেমাইমা একের পর এক বাউন্ডারি হাঁকান। হরমনপ্রীত তাঁকে দারুণ সঙ্গ দেন।

হরমনপ্রীত আউট হন ৮৯ রানে, কিন্তু ততক্ষণে ম্যাচের ভিত মজবুত। শেষদিকে দীপ্তি শর্মা (২৪) ও রিচা ঘোষ (১৬ বলে ২৬) নিশ্চিত করেন ভারতের জয়।

এই ম্যাচে জেমাইমা রদ্রিগেজের ইনিংস ছিল অনবদ্য — প্রায় ৫০ ওভার ব্যাট করে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। কিন্তু তাঁকে মাত্র ৫ রানে ফিরিয়ে দেন ভারতের ক্রান্তি গৌড়।

এরপর ওপেনার ফিবি লিচফিল্ড (১০৫)এলিস পেরি (৭৭) গড়ে তোলেন ১৫৫ রানের বড় জুটি। এক সময় মনে হচ্ছিল, ৩৫০ ছাড়াবে অস্ট্রেলিয়ার স্কোর।
কিন্তু আমনজ্যোৎ কৌরের বলে লিচফিল্ড আউট হতেই ছন্দপতন হয়।

শেষদিকে অ্যাশলি গার্ডনার (৬৩ রান, ৪৫ বলে) দলের ইনিংস সামলালেও ভারতের স্পিনারদের দাপটে ৪৯.৫ ওভারে ৩৩৮ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া।

ভারতের পক্ষে শ্রী চরণী ও দীপ্তি শর্মা নেন ২টি করে উইকেট, ১টি করে উইকেট পান ক্রান্তি, আমনজ্যোৎ ও রাধা যাদব।

ম্যাচের টার্নিং পয়েন্ট

  • অস্ট্রেলিয়ার ফিল্ডিং ব্যর্থতা: হিলি ও ম্যাকগ্রা জেমাইমার দু’টি সহজ ক্যাচ ফেলেন।
  • শিশিরের প্রভাব: অস্ট্রেলিয়ার স্পিনাররা বল গ্রিপ করতে পারেননি, যা ভারতের ব্যাটাররা কাজে লাগান।
  • হরমনপ্রীত ও জেমাইমার পার্টনারশিপই ম্যাচ ঘুরিয়ে দেয়।

ম্যাচ শেষে অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, “আমরা জানতাম, শিশির বড় ভূমিকা নেবে। তাই শুরুতে ধীরে খেলেছি, পরে হাত খুলেছি। দলের মেয়েদের মানসিক দৃঢ়তাই আজকের জয়ের আসল কারণ।”

অন্যদিকে, জেমাইমা রদ্রিগেজ বলেন, “এই ইনিংস আমার জীবনের সবচেয়ে স্পেশাল। আমরা শুধু নিজেদের বিশ্বাস করেছি।”

ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, যারা ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে।
ভারত এখন এক ইতিহাসের দোরগোড়ায়— প্রথম মহিলা এক দিনের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.