ভারত: ১৬৮-৬ (কোহলি ৫০, পাণ্ড্য ৬৩)
ইংল্যান্ড: বিনা উইকেটে ১৭০ (বাটলার ৮০, হেলস ৮৬)
ইংল্যান্ড ১০ উইকেটে জয়ী।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে লজ্জার হার ভারতের। গোটা ক্রিকেট বিশ্ব তাকিয়েছিল সম্ভাব্য ভারত-পাকিস্তান ফাইনালের দিকে। কিন্তু চার ওভার বাকি থাকতেই কোনো উইকেট না খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়ে সেই সম্ভাবনায় জল ঢেলে দিল ইংল্যান্ড।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দ্বিতীয় ওভারেই ফর্মে থাকা লোকেশ রাহুলকে (৫) তুলে নেন ক্রিস ওকস। ষষ্ঠ ওভারে স্পিন আক্রমণ নিয়ে আসেন বাটলার। স্পিনাররা আসার পর ভারতের রানের গতি কমে যায়। রানের গতি বাড়াতে গিয়ে ক্রিস জর্ডনকে উইকেট উপহার দেন রোহিত (২৮ বলে ২৭)। ১০ ওভারে ভারত তোলে ৬২/২। ভারত সবথেকে বড় ধাক্কা খায় দ্বাদশ ওভারে। দুর্দান্ত ছন্দে থাকা সূর্যকুমারকে (১০ বলে ১৪) তুলে নেন আদিল রশিদ। এর পর ভারতকে টেনে নিয়ে যান কোহলি। ৩৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। চলতি বিশ্বকাপে এটা কোহলির চতুর্থ হাফ সেঞ্চুরি। ৫০ পূর্ণ করার পরেই তিনি জর্ডনের বলে আদিল রশিদের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ঝড় তুলে ২৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন হার্দিক। শেষ পর্যন্ত তিনি ৩৩ বলে ৬৩ রান করে হিট উইকেট হন। শেষমেশ ভারত তুলেছিল ৬ উইকেটে ১৬৮ রান।
ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তেই খেলা ভারতের হাত থেকে ছিনিয়ে নেন ইংল্যান্ডের দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস। খেলা যত ইংল্যান্ডের হাতের মুঠোয় যেতে থাকে, তত হতাশ হতে দেখা যায় রোহিতকে। কোনো উইকেট না হারিয়েই ভারতের দেওয়া লক্ষ্যে পৌঁছে গেলেন জস বাটলার, হেলসরা। তাও আবার ২৪ বল বাকি থাকতেই। ইংল্য়ান্ডের দুই ওপেনারের দাপুটে ব্যাটিংয়ের সামনে কোনো দাগ কাটতে পারেননি ভুবনেশ্বর, অর্শদীপরা। হেলস ৮৬ এবং বাটলার ৮০ রানে অপরাজিত থাকেন।