টাইব্রেকারে লেবাননকে হারিয়ে সাফ কাপের ফাইনালে জায়গা করে নিল ভারত। সেমিফাইনালে জ্বলে উঠলেন গোলরক্ষক গুরপ্রীত সিং সাঁধু। নির্ধারিত সময়ে লেবাননের আক্রমণকে আটকানোর পর টাইব্রেকারে তিনি আটকে দিলেন লেবাননকে। টাইব্রেকারে ৪-২ গোলে জিতল ভারত।
প্রথমার্ধে আক্রমণ প্রতি-আক্রমণের খেলা চলছিল। গোলের সুযোগও তৈরি হয় একাধিক বার। ম্যাচের ৮ মিনিটের মাথায় গুরপ্রীতকে ১-১ এ পেয়ে গিয়েছিলেন লেবাননের জেইন ফারান। কিন্তু দুর্দান্ত দক্ষতায় বলটা আটকে দেন গুরপ্রীত। ৪১ মিনিটের মাথায় লেবাননের অধিনায়ক মাটুকের ডান পায়ের শট বাঁচান গুরপ্রীত। অন্য দিকে, ১৬ মিনিটের মাথায় গোলের সুযোগ পায় ভারত। ফের ২০ মিনিটের মাথায় একই ছবি। এবারও গোল করতে ব্যর্থ ভারত। ২৯ মিনিটে আনোয়ার গোলমুখী শট নিলেও আটকে দেন খালিল।
গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলে উভয়ের পক্ষের ফুটবলাররা। কিন্তু ফাইনাল পাসে সমস্যা হচ্ছিল। ফলে গোলের মুখ খুলতে পারেনি না কোনো দল। ৫৯ মিনিটের মাথায় গোলের সুযোগ পায় ভারত। ছাংতে বক্সের মধ্যে বল পান কিন্তু বলের নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ৬১ মিনিটে প্রতি আক্রমণ করতে যায় লেবানন। আটকে দেন গুরপ্রীত।
টাইব্রেকারে ভারতের হয়ে গোল করেন যথাক্রমে সুনীল ছেত্রী, আনোয়ার আলি, নাওরেম মহেশ সিং এবং উদান্তা সিং। লেবাননের হয়ে শট নেন মাত্তোক, আটকে দেন গুরপ্রীত। লেবাননের হয়ে প্রথম গোল করেন ওয়াহিদ শউর। এর পর গোল করেন সাদেক। তবে লেবাননের বাদেরের শট আটকে দেন গুরুপ্রীত।