মাঙ্কি পক্সের বাড়বাড়ন্ত ঠেকাতে কড়া পদক্ষেপ, ভারতীয় বিমানবন্দর, সীমান্তে সতর্কতা

নয়াদিল্লি: মাঙ্কি পক্স বা Mpox সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বিমানবন্দর, বন্দর এবং বাংলাদেশ ও পাকিস্তানের সীমান্তে আগত আন্তর্জাতিক যাত্রীদের সম্পর্কে সতর্ক থাকতে বলেছে কেন্দ্রীয় সরকার। মাঙ্কিপক্স লক্ষণ রয়েছে, এমন যাত্রীদের জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে দেশ থেকে কোনো এমপক্সের ঘটনা পাওয়া যায়নি। মূল্যায়ন অনুসারে, দীর্ঘস্থায়ী সংক্রমণের সঙ্গে একটি বড় প্রাদুর্ভাবের ঝুঁকিও বেশ কম। তবে সবরকমের প্রতিরোধ মূলক ব্যবস্থা নিতে হবে। সমস্ত রাজ্যকে এমপক্স কেস পরিচালনা করার জন্য হাসপাতালগুলিকে প্রস্তুত রাখতে বলেছে কেন্দ্রীয় সরকার।

সংবাদ সংস্থা পিটিআই একজন কর্মকর্তার মন্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, “এবারের ভাইরাসের স্ট্রেনটি ভিন্ন এবং এটি আরও ভাইরাল এবং সংক্রামক। কিন্তু বর্তমান মূল্যায়ন অনুসারে দেশে দীর্ঘস্থায়ী সংক্রমণের সঙ্গে একটি বড়সড় প্রাদুর্ভাবের ঝুঁকি কম।”

প্রসঙ্গত, আফ্রিকায় দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার পরেই মাঙ্কি পক্স নিয়ে গোটা বিশ্বে গত সপ্তাহে জরুরি অবস্থা জারি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। গত বুধবার সংস্থার তরফে ওই সতর্কবার্তা জারি করা হয়েছিল। ২০২২ সালের পর এই নিয়ে দ্বিতীয় বার মাঙ্কি পক্স নিয়ে সতর্কতা জারি করেছে হু।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক