নয়াদিল্লি: এ বার আমেরিকায় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠল। অভিযোগ, বিনিয়োগকারীদের সঙ্গে আদানি গোষ্ঠী প্রতারণা করেছে। ভারতে সৌরশক্তি প্রকল্পের জন্য আধিকারিকদের ঘুষ দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ সামনে এল।
আদানি গ্রিন এনার্জির বোর্ড সদস্য গৌতম আদানি এবং সাগর আদানির বিরুদ্ধে ঘুষের অভিযোগ ও প্রতারণার অভিযোগ এনেছে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং ইউনাইটেড স্টেটস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। নিউইয়র্কের পূর্বাঞ্চলীয় শাখায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এই অভিযোগ দায়ের করা হয়েছে অন্য আরেক বোর্ড সদস্য বিনীত জৈনের বিরুদ্ধেও।
অভিযোগ অনুযায়ী, তারা ভারত সরকারের সোলার এনার্জি চুক্তি পেতে প্রায় ২,৬৫০ লক্ষ ডলার ঘুষ দিয়েছেন। ৬২ বছর বয়সী গৌতম আদানি এবং তাঁ সংস্থার সাতজন উচ্চপদস্থ কর্তাদের বিরুদ্ধে ‘সিকিউরিটিজ ফ্রড’ এবং ‘ওয়্যার ফ্রড’-এর ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। আদালতের নথি অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ভারত সরকারের সোলার এনার্জি কর্পোরেশনের (SECI) সঙ্গে ১২ গিগাওয়াট সোলার বিদ্যুৎ সরবরাহ চুক্তি পাওয়ার জন্য এই ঘুষ দেওয়া হয়।
আমেরিকার আইনজীবীরা জানিয়েছেন, আদানি এবং তাঁর সহযোগীরা মিথ্যা তথ্য ব্যবহার করে আমেরিকার বিনিয়োগকারীদের কাছ থেকে কয়েকশ কোটি ডলার তুলেছেন। পাশাপাশি, ভারতীয় সরকারি চুক্তি পেতে ঘুষ দিয়ে নিজেদের সংস্থার মুনাফা বাড়িয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে ২০ বছরে প্রায় ২০০ কোটি ডলার মুনাফা অর্জনের সম্ভাবনা ছিল।
কোটি কোটি টাকার ঘুষ এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠার পরই বৃহস্পতিবার আদানি গোষ্ঠীর সংস্থাগুলির শেয়ার দর ২০ শতাংশ পর্যন্ত কমেছে। ভারতীয় শেয়ার বাজার থেকে এক ঘণ্টায় দু’লক্ষ কোটি টাকার সম্পদ হারিয়েছে আদানি গোষ্ঠী।