326
পহেলগাঁওয়ের জঙ্গি হামলার প্রতিবাদে শুক্রবার লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়রা। তবে সেই বিক্ষোভে উত্তেজনা ছড়ায়, যখন পাক সেনাকর্তা কর্নেল তৈমুর রাহত বেরিয়ে এসে বিক্ষোভকারীদের উদ্দেশে প্রকাশ্যে গলা কেটে নেওয়ার ভঙ্গি করেন। মুহূর্তে ভাইরাল হয় সেই দৃশ্যের ভিডিয়ো।
কর্নেল তৈমুর রাহত বর্তমানে পাকিস্তান হাই কমিশনের সেনা ও বায়ুসেনা উপদেষ্টা হিসেবে কর্মরত। তাঁর এই আচরণ ঘিরে প্রবল বিতর্ক শুরু হয়েছে।
देखिए ये लंदन में पाकिस्तान के डिप्लोमैट हैं… pic.twitter.com/2Obo5cxCys
— Umashankar Singh उमाशंकर सिंह (@umashankarsingh) April 26, 2025
প্রবাসী ভারতীয়দের হাতে ছিল ভারতের পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড। পাকিস্তান বিরোধী স্লোগানও ওঠে। পহেলগাঁও হামলায় পাকিস্তানের জঙ্গি মদতের অভিযোগেই চলছিল এই বিক্ষোভ।