প্রথম পাতা খবর ভারতে কবে থেকে বুলেট ট্রেন? ঘোষণা করল রেল

ভারতে কবে থেকে বুলেট ট্রেন? ঘোষণা করল রেল

269 views
A+A-
Reset

কবে থেকে আমাদের দেশেই চাপার সুযোগ মিলবে সেটা নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছে। এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর কম চলছে না। এদিকে কেন্দ্রীয় সরকার ভারতে বুলেট ট্রেনের মতো হাই স্পিড ট্রেন চালাতে বদ্ধপরিকর। এই বিতর্ক ও সংশয়ের মধ্যেও ন্যাশানাল হাই স্পিড রেল করিডর কর্তৃপক্ষ জানিয়ে দিল কবে থেকে ভারতে চলবে বুলেট ট্রেন।

ন্যাশানাল হাই স্পিড রেল করিডরের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সতীশ অগ্নিহোত্রী জানিয়েছেন, ২০২৬ সালে সুরাত থেকে বিলিমোরার মধ্যে বুলেট ট্রেনের ট্রায়াল রান শুরু হয়ে যাবে। আর ২০২৭ সালে দুটি স্টেশনের মধ্যে বুলেট ট্রেন চালানো শুরু হয়ে যাবে। তবে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে গুজরাটের সুরাতে বুলেট ট্রেনের নবনির্মিত স্টেশনটি চালু হয়ে যাবে। রেল সূত্রে জানা গিয়েছে, প্রথম বুলেট ট্রেন বিদেশ থেকে আনা হবে। কিছু ট্রেন এখানেই অ্যাসেম্বল করা হবে। বুলেট ট্রেন তৈরিতে অন্তত ১ লাখ কর্মসংস্থান হবে।

ভারতে বুলেট ট্রেন চালানোর যাবতীয় পরিকাঠামো তৈরিতে সাহায্য করছে জাপান সরকার। জাপানের দূত সতোষী সুজুকি জানিয়েছেন, উন্নত টেকনোলজির সহায়তায় বুলেট ট্রেন চালানো জাপানের অন্যতম দায়বদ্ধতা। জাপানে যা আছে তার থেকেও বেশি কিছু হবে ভারতে। ভারতের আবহাওয়া ও দুষণের বিষয়টি মাথায় রেখেই এখানকার বুলেট ট্রেন তৈরি হচ্ছে। বুলেট ট্রেনগুলি অ্যান্টিসিসমিক হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.