প্রথম পাতা খবর সোনা জিতলেন ভারতীয় টেবিল টেনিসের কিংবদন্তি অচন্ত্য শরদ কমল

সোনা জিতলেন ভারতীয় টেবিল টেনিসের কিংবদন্তি অচন্ত্য শরদ কমল

327 views
A+A-
Reset

১৬ বছর বাদে ফের ইতিহাসের পুনরাবৃত্তি হল। সোনা জিতলেন ভারতীয় টেবিল টেনিসের কিংবদন্তি অচন্ত্য শরদ কমল। এই নিয়ে দ্বিতীয়বার সিঙ্গলসে সোনা এল।

দেশের টেবিল টেনিসের পোস্টার হয় শরথ দেখতে দেখতে ৪০ বছরের অভিজ্ঞতায় ভরপুর এক খেলোয়াড়। কালের নিয়মে শুধু বয়সটাই বেড়েছে। বদলায়নি কিছুই। ইংল্যান্ডের লিয়াম পিচফোর্ডকে হারিয়ে পুরুষদের টেবল টেনিস সিঙ্গলস ফাইনাল জিতে নিলেন ১৩-১১, ১১-৭, ১১-২, ১১-১৬, ১১-৭ ।

প্রথম থেকেই হোম ফেভারিট পিচফোর্ডকে চাপে রাখেন শরদ কমল। তবে যোগ্য টক্কর দেন ইংরেজ। ১৩-১১ পয়েন্টে জিতেও যান প্রথম গেম। কিন্তু তারপর থেকে খেলার রাশ ধরে নেন ভারতীয় লেজেন্ড। দ্বিতীয় গেম জেতেন ১১-৭ পয়েন্টে। তৃতীয় গেমে কার্যত তিনি ইংরেজ প্লেয়ারকে দাঁড়াতেই দেননি। জেতেন ১১-২ পয়েন্টে। সব মিলিয়ে তিনটি সোনা-সহ চারটি পদক নিয়ে এবারের কমনওয়েলথ গেমস থেকে দেশে ফিরছেন শরথ।

আরও পড়ুন :

ব্যাডমিন্টনে লক্ষ্য সেনের হাত ধরে সোনা এল দেশের ঝুলিতে

ভারী বৃষ্টিতে আবারও কি জলযন্ত্রণায় ভুগবেন শহরবাসী? কষ্ট লাঘব হবে শহরবাসী, আশ্বাস মেয়রের

বিহারের রাজনীতিতে নয়া মোড়? বিজেপির সঙ্গে দূরত্ব বাড়তেই সনিয়াকে ফোন নীতীশের

আরও শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.