আবারও পিছিয়ে গেল ভারতের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল-সহ চার মহাকাশচারীর মহাকাশযাত্রা। বুধবার ভারতীয় সময় বিকেলে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের (আইএসএস) উদ্দেশে যাত্রার কথা ছিল তাঁদের। তবে উৎক্ষেপণের ঠিক আগে প্রযুক্তিগত সমস্যায় ভেস্তে গেল সেই পরিকল্পনা।
স্পেসএক্স জানিয়েছে, ফ্যালকন-৯ রকেটের ‘ফায়ার বুস্টার’ পরীক্ষার সময় অক্সিজেন লিকের সমস্যা ধরা পড়েছে। ‘এলওএক্স’ লিক হওয়ায় নিরাপত্তার কথা ভেবে উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত নতুন তারিখ ঘোষণা করা হবে না।
এর আগেও চার বার শুভাংশুদের মহাকাশযাত্রা পিছিয়েছে খারাপ আবহাওয়া বা প্রযুক্তিগত কারণে। এ বারের যাত্রাও আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত।
অ্যাক্সিয়ম-৪ অভিযানে পাইলটের দায়িত্বে রয়েছেন শুভাংশু। রাকেশ শর্মার পর তিনিই প্রথম ভারতীয় যাঁর মহাকাশযাত্রার কথা। ১৪ দিন আইএসএস-এ থেকে নানা বৈজ্ঞানিক পরীক্ষা চালানোর কথা ছিল তাঁদের। নাসা-ইসরোর যৌথ মিশন হলেও আপাতত যাত্রা কয়েক দিনের জন্য থমকে গেল।