প্রথম পাতা খবর জয়পুর থেকে মুম্বই আসা ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, জারি ‘ফুল এমারজেন্সি’

জয়পুর থেকে মুম্বই আসা ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, জারি ‘ফুল এমারজেন্সি’

275 views
A+A-
Reset

জয়পুর থেকে মুম্বই আসা ইন্ডিগোর একটি বিমানে বোমাতঙ্ক ছড়ানোর পর ‘ফুল এমারজেন্সি’ জারি করে সেটি মুম্বই বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি রাত ৮টা ৫০ মিনিট নাগাদ নিরাপদে নামে এবং নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী একটি দূরবর্তী স্থানে পার্ক করা হয়।

সূত্রের খবর, ওই বিমানে মোট ২২৫ জন যাত্রী ছিলেন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ‘‘৭ এপ্রিলের ইন্ডিগোর ৬ই ৫৩২৪ নম্বর জয়পুর-মুম্বই উড়ানে বোমাতঙ্কের কারণে ফুল এমারজেন্সি জারি করা হয়।’’

একটি সূত্র জানিয়েছে, বিমানের একটিতে শৌচালয়ে একটি বোমাতঙ্ক সংক্রান্ত চিরকুট পাওয়া যায়, যার জেরে জরুরি অবতরণ করা হয়। যদিও বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে জানা গিয়েছে, যাত্রীদের নামিয়ে নেওয়া হয়।

ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘জয়পুর থেকে মুম্বই আসা একটি বিমানে একটি হুমকির চিরকুট পাওয়া গিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মুম্বই বিমানবন্দরে রাত ৮টা ৪৩ মিনিটে ফুল এমারজেন্সি জারি করা হয়। বিমানটি রাত ৮টা ৫০ মিনিটে নিরাপদে নামে। বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্মে কোনও প্রভাব পড়েনি।’’

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘‘ইতিমধ্যে এয়ারলাইন এবং নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হচ্ছে। যাত্রী ও কর্মীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’’

এর আগে মুম্বই থেকে বারাণসী যাওয়ার পথে ইন্ডিগোর আরেকটি বিমানে মাঝআকাশে এক বৃদ্ধা যাত্রীর মৃত্যু হওয়ায়, সেটিও জরুরি অবতরণ করতে বাধ্য হয়। বিমানটি ছত্রপতি সম্ভাজিনগরের চিকলঠানা বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

রবিবার রাতের ওই ঘটনায় বিমানে থাকা ৮৯ বছরের সুশীলা দেবী (উত্তরপ্রদেশের মির্জাপুর) অসুস্থ হয়ে পড়েন। কেবিন ক্রু চেষ্টা করেও তাঁকে সুস্থ করতে পারেননি। বিমানের দিক ঘুরিয়ে নিকটবর্তী বিমানবন্দরে নামানো হলেও, ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.