ডেস্ক: পুজো মিটতেই কলকাতায় করোনার দৈনিক সংক্রমণ লাফিয়ে ২০০-র দোরগোড়ায় পৌঁছে গেল। প্রায় চার মাসের সর্বোচ্চ সীমায় পৌঁছল পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের হার। সোমবার রাজ্যের করোনা বুলেটিন অনুসারে এদিন রাজ্যে দৈনিক সংক্রমণের হার ছিল ৩ শতাংশ। যা গত ২৯ জুনের পর সর্বোচ্চ।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯০ জন। রবিবার সেখানে সংখ্যাটা ছিল ৬২৪। এ নিয়ে রাজ্যে সবমিলিয়ে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৮১,২২০ জন। সোমবার অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭,৪১৬ জন। গতকালের তুলনায় ৫ জন কম। একদিনে রাজ্যে করোনার বলি ১২ জন। সুস্থ হয়েছেন ৬৮৩ জন। ফলে রাজ্যের সুস্থতার হার দাঁড়াল ৯৮.৩৩ শতাংশ।
আরও পড়ুন: ১৯ বছরের পুরনো খুনের মামলায় রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ১৯৪ জন কলকাতার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। উল্লেখযোগ্য ভাবে আগের দিনের তুলনায় এক ধাক্কায় অনেকটা বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্ত সেখানকার ১০৩ জন।
দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে হুগলি। একদিনে ৬৭ জন মারণ ভাইরাস আক্রান্ত হয়েছে। চতুর্থ স্থানে হাওড়া। একদিনে সংক্রমিত ৫১ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট বেড়ে দাঁড়াল ৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনার ২৩,০১৯টি নমুনা পরীক্ষা হয়েছে।