প্রথম পাতা খবর দিঘায় তীব্র জলোচ্ছ্বাস, আজ থেকে জারি হয়েছে হলুদ সতর্কতা

দিঘায় তীব্র জলোচ্ছ্বাস, আজ থেকে জারি হয়েছে হলুদ সতর্কতা

326 views
A+A-
Reset

ডেস্ক: সোমবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জুড়ে শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। দিঘা উপকূলেও বইছে তীব্র ঝোড়ো হওয়া। সেই সঙ্গে সাথে দিয়েছে প্রবল বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে দুর্যোগের সম্ভাবনা সব থেকে বেশি। ভারী বৃষ্টি (Thunder Storm) ও দমকা ঝড়ো হাওয়া বইবে। কলকাতা,হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি (Rain) হতে পারে। সব জেলাতেই হালকা, মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে।  

আরও পড়ুন: ২২৯ দিনে দেশে করোনায় সংক্রমণ সর্বনিম্ন


হাওয়া অফিসের তরফে ইতিমধ্যে দিঘায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। সমুদ্রে বেশ খানিকটা উত্তাল থাকায় পর্যটকদের নামতে নিষেধ করা হয়েছে। তিনদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রবিবার সকাল থেকে মেঘলা আকাশ। ঘন কালো মেঘ, দিঘায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। 
ইতিমধ্যেই ব্লক প্রশাসন, পুলিশ এবং মৎস্য দফতরকে সতর্ক করে দিয়েছে জেলা বিপর্যয় ব্যবস্থাপন বিভাগ। তবে সমুদ্রের উত্তাল ছবি মন ভরেছে সমুদ্র সৈকতে আগত পর্যটকদের। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে চলছে পুলিশের নজরদারি। পর্যটকদের সতর্ক থাকার বার্তা দিয়েছে প্রশাসন। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.