প্রথম পাতা খবর আইপ্যাক কাণ্ডে তৃণমূলের মামলা নিষ্পত্তি, ইডির মামলা স্থগিত কলকাতা হাইকোর্টে

আইপ্যাক কাণ্ডে তৃণমূলের মামলা নিষ্পত্তি, ইডির মামলা স্থগিত কলকাতা হাইকোর্টে

43 views
A+A-
Reset

আইপ্যাক কাণ্ডে তৃণমূল কংগ্রেসের করা মামলার নিষ্পত্তি করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার মামলার শুনানিতে এএসজি-র সওয়াল রেকর্ড করে মামলা নিষ্পত্তির নির্দেশ দেন বিচারপতি শুভ্রা ঘোষ। একই সঙ্গে আইপ্যাক সংক্রান্ত ইডির করা মামলা আপাতত স্থগিত রাখার নির্দেশ দেয় আদালত।

এদিন শুনানির শুরুতেই ইডির আইনজীবী এএসজি রাজু আদালতে মামলা স্থগিত রাখার আবেদন জানান। তাঁর দাবি, একই ধরনের আবেদন বর্তমানে সুপ্রিম কোর্ট-এ বিচারাধীন রয়েছে এবং এক সপ্তাহের মধ্যে সেই মামলার শুনানি হবে। তাই সুপ্রিম কোর্টের রায় না হওয়া পর্যন্ত হাইকোর্টে মামলার শুনানি স্থগিত রাখা হোক।

এর পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফে আইনজীবী মানেকা গুরুস্বামী বলেন, সুপ্রিম কোর্টে ইডির আবেদনের বিষয়ে তাঁরা অবগত নন এবং কোনও ক্যাভিয়েটও দাখিল করা হয়নি। তিনি দাবি করেন, ইডি কোনও নথি বাজেয়াপ্ত করেনি—এই বিষয়টি রেকর্ডে আনা হোক। পাশাপাশি একজন এএসজি যেভাবে তিন বারের মুখ্যমন্ত্রীকে সম্বোধন করছেন, তা ‘আনবিকামিং’ বলেও মন্তব্য করেন তিনি।

এএসজি রাজু আদালতে আরও সওয়াল করেন, ৮ জানুয়ারি আইপ্যাক অফিস ও কর্ণধারের বাড়িতে অভিযানের সময় পাওয়া নথি ইডির কাছ থেকে নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়—এই বক্তব্য রেকর্ড করা হোক। বিচারপতি শুভ্রা ঘোষ জানান, সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তির পরই হাইকোর্টে শুনানি হবে এবং প্রয়োজনে দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে।

এদিকে, আইপ্যাক কাণ্ডে ইডির করা মামলা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হয়েছে। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল পাঞ্চলি-র বেঞ্চে সেই মামলার শুনানি হবে। ইডির অভিযোগ, অভিযানের সময় পাওয়া নথি এখনও ফেরত দেওয়া হয়নি এবং মামলায় শপথ করে ভুল তথ্য পেশ করা হয়েছে—এই সব অভিযোগও আদালতে তুলে ধরা হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.