ইডির আইপ্যাক অভিযানের চার দিন পর প্রথম প্রতিক্রিয়া দিলেন মনোজ বর্মা। সোমবার তিনি স্পষ্ট জানালেন, ঘটনার তদন্ত চলছে এবং বিষয়টি আদালতেও বিচারাধীন। তাই এখনই এ নিয়ে কোনও মন্তব্য করা সম্ভব নয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন-এর বাড়ি ও দফতরে তল্লাশি চালানোর পর থেকেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিতর্ক তুঙ্গে।
সোমবার বিকেলে লালবাজারে পথসুরক্ষা নিয়ে হাফ ম্যারাথনের জার্সি প্রকাশ উপলক্ষে সাংবাদিক বৈঠক ডাকেন পুলিশ কমিশনার। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব। তবে সাংবাদিকদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল আইপ্যাক অভিযানে সিপির ভূমিকা। কারণ, তল্লাশির সময় মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে প্রতীকের বাড়িতে গিয়েছিলেন সিপি নিজেও। পরে মুখ্যমন্ত্রীর অভিযোগের ভিত্তিতে ওই ঘটনায় দু’টি এফআইআর রুজু হয়, যার একটি শেক্সপিয়র সরণি থানায়।
সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে সিপি বলেন, “দু’টি কেস হয়েছে, দু’টিরই তদন্ত চলছে। এর বাইরে এখন কিছু বলা সম্ভব নয়।” সুপ্রিম কোর্টে ইডির আবেদনে পুলিশের ভূমিকা প্রসঙ্গে ‘চুরি’ বা ‘ডাকাতি’ শব্দ ব্যবহারের অভিযোগ উঠলেও, সে বিষয়ে মন্তব্য করতে নারাজ তিনি। সিপির বক্তব্য, “বিষয়টি আদালতে বিচারাধীন। এই মুহূর্তে মন্তব্য করা উচিত নয়।” ফলে আইপ্যাক অভিযান ঘিরে রহস্য ও উত্তেজনা আরও বাড়ল।
47