প্রথম পাতা খবর ইরানের পাল্টা হামলা ইজরায়েলে, নেতানিয়াহুর আহ্বান ইরানবাসীর প্রতি

ইরানের পাল্টা হামলা ইজরায়েলে, নেতানিয়াহুর আহ্বান ইরানবাসীর প্রতি

171 views
A+A-
Reset

শুক্রবার গভীর রাতে ইজরায়েলের বিরুদ্ধে বড়সড় পাল্টা হামলা চালাল ইরান। তেল আভিভ ও জেরুজালেমের আকাশ জুড়ে ছুটে গেল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিস্ফোরণে কেঁপে উঠল শহর, আতঙ্কে আশ্রয়কেন্দ্রে ছুটলেন সাধারণ মানুষ।

শনিবার ভোরে আরও এক দফা ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ফের বাজল সতর্কবার্তা সাইরেন। বিস্ফোরণের তীব্র শব্দ শোনা গেল জেরুজালেমে, প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিরোধমূলক আঘাতের আওয়াজও শোনা যায়। তবে তেল আভিভে অন্তত দুইটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত হলেও মাটিতে আঘাত হানে, জানিয়েছে এপি সংবাদ সংস্থা।

তেল আভিভে এক বহুতল বাড়িতে ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন সাত জন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তি বাকিদের আঘাত তুলনামূলক কম। ইজরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় একজনের মৃত্যু হয়েছে।

তেল আভিভের পার্শ্ববর্তী রমাত গানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়িঘর, গাড়ি পুড়ে ছাই। একাধিক বাড়ির সামনের অংশ সম্পূর্ণ ধ্বংস। ঘটনাস্থল থেকে এরকম দৃশ্য বর্ণনা করেছেন এপি-র সাংবাদিক।

এই পরিস্থিতিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের জনগণের উদ্দেশে বার্তা দেন। বলেন, “এটাই তোমাদের মুক্তির পথ।” যুদ্ধ পরিস্থিতির মাঝেই ইরানবাসীকে সরকার-বিরোধী অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

এই সংঘর্ষ আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুই দেশের সেনা সতর্কাবস্থায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.