প্রথম পাতা খবর বাংলাদেশের মুখ্য উপদেষ্টা ইউনূস ইস্তফা দিচ্ছেন? নাহিদ ইসলামের দাবিতে তোলপাড়

বাংলাদেশের মুখ্য উপদেষ্টা ইউনূস ইস্তফা দিচ্ছেন? নাহিদ ইসলামের দাবিতে তোলপাড়

198 views
A+A-
Reset

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পদত্যাগ নিয়ে ভাবনা চিন্তা করছেন—এমনটাই দাবি করলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় ইউনূসের সঙ্গে দেখা করে বেরিয়ে তিনি বিবিসি বাংলাকে জানান, ‘‘পদত্যাগের কথা ভাবছেন স্যর।’’

নাহিদের কথায়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইউনূস আশাহত। আন্দোলনের পর পরিবর্তনের উদ্দেশ্যে তাঁকে দায়িত্ব দেওয়া হলেও রাজনৈতিক ঐকমত্যের অভাব ও ক্রমাগত প্রতিবন্ধকতার কারণে তিনি কাজ চালিয়ে যেতে পারছেন না।

নাহিদ জানিয়েছেন, তিনি ইউনূসকে অনুরোধ করেছেন পদত্যাগ না করতে এবং দেশের ভবিষ্যৎ ও নিরাপত্তার স্বার্থে সকল রাজনৈতিক দলের সহযোগিতায় দায়িত্ব পালন চালিয়ে যেতে। তাঁর প্রশ্ন, ‘‘যদি কোনও রাজনৈতিক দল তাঁর পদত্যাগ চায়, এবং তিনি আস্থা না পান, তাহলে তিনি থাকবেন কীভাবে?’’

প্রসঙ্গত, বিএনপি ইতিমধ্যেই সরকারের দুই উপদেষ্টা ও এক নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে। পাল্টা অবস্থানে জাতীয় নাগরিক পার্টিও তিন উপদেষ্টার অপসারণ দাবি জানাচ্ছে। এর মধ্যেই ইউনূসের পদত্যাগ-ভাবনা রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.