প্রথম পাতা খবর ইজরায়েল-ইরান সংঘাতে নতুন মোড়, তেহরানের তেল পরিশোধনাগারে হামলা নেতানিয়াহুর

ইজরায়েল-ইরান সংঘাতে নতুন মোড়, তেহরানের তেল পরিশোধনাগারে হামলা নেতানিয়াহুর

342 views
A+A-
Reset

চরম উত্তেজনার মধ্যে ভয়ঙ্কর রূপ নিচ্ছে ইজরায়েল-ইরান সংঘাত। এবার তেহরানের তেল পরিশোধনাগারে নিশানা করল ইজরায়েল। আইডিএফের হামলায় জ্বলছে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্স-ও। আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ইজরায়েলের ‘অপারেশন রাইজিং লাওন’ অভিযানে প্রথমেই আঘাত হানে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রগুলিতে। মৃত্যু হয় ৬ জন পরমাণু বিজ্ঞানীর, প্রাণ হারান ইরানের একাধিক সেনা শীর্ষকর্তাও। এর পাল্টা জবাবে ইরান ২০০-র বেশি ব্যালেস্টিক মিসাইল ও ড্রোন ছুড়ে আঘাত হানে ইজরায়েলে।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, হামলা আরও চলবে। এবার তেহরানের ওয়েল রিফাইনারিগুলি হয়ে উঠল ইজরায়েলের নতুন নিশানা। ফলে বিশ্বজুড়ে তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহে সঙ্কট ঘনাচ্ছে। ইতিমধ্যেই সোনার ও অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী।

ইরান হুঁশিয়ারি দিয়েছে, ইজরায়েলকে সাহায্য করলে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্সের ঘাঁটিও ধ্বংস করা হবে। পরমাণু আলোচনা বাতিল করেছে তেহরান। সংঘাত থামার কোনও ইঙ্গিত নেই বলেই আশঙ্কা বিশ্লেষকদের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.