প্রথম পাতা খবর চাঁদের পর ইসরোর লক্ষ্য এ বার সূর্য-সফরে! সেপ্টেম্বরে পাড়ি দিচ্ছে ‘আদিত্য এল১’

চাঁদের পর ইসরোর লক্ষ্য এ বার সূর্য-সফরে! সেপ্টেম্বরে পাড়ি দিচ্ছে ‘আদিত্য এল১’

433 views
A+A-
Reset

বুধবার (২৩ আগস্ট) চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩। ইসরোর লক্ষ্য এবার সূর্য-সফরে।

চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করেছে বিক্রম ল্যান্ডার। এর পর চাঁদের বুকে নেমে বর্তমানে কাজ করছেছে রোভার প্রজ্ঞানও। এখনও পর্যন্ত ইসরোর পরিকল্পনামাফিকই চলছে গোটা প্রোগ্রামটি। চাঁদে সফলতা পাওয়ার পর এবার ইসরোর লক্ষ্যে সূর্য। সৌর জগতের অধিপতির খোঁজখবর নিতেই আদিত্য-এল ১ মিশন পাঠাবে ইসরো।

ইসরো জানিয়েছে, পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে সূর্য ও পৃথিবীর মাঝের এক কক্ষপথ ‘ল্যাগরাঞ্জিয়ান পয়েন্ট’ বা ‘ল্যাগরেঞ্জ পয়েন্ট’-এ ল্যান্ড করবে স্যাটেলাইট আদিত্য এল-১। সূর্যের বাইরের সবচেয়ে উত্তপ্ত স্তর করোনার যাবতীয় তথ্য সে তুলে দেবে আমাদের হাতে। এই সোলার-মিশন তাই সবদিক দিয়েই খুব গুরুত্বপূর্ণ।

ইসরো প্রধান এস সোমনাথ ঘোষণা করেন, আদিত্য এল ১ অভিযান আগামী মাসের প্রথম সপ্তাহেই লঞ্চ করা হতে পারে। সূর্য সম্পর্ক নানা তথ্য হাতে পেতেই এই অভিযানের পরিকল্পনা করা হয়েছে। হাতে গোনা আর কয়েক দিন পরই এই অভিযান শুরু হতে চলেছে। এই আবহে ফের ব্যস্ত হয়ে পড়বেন ইসরোর বিজ্ঞানীরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.