প্রথম পাতা খবর ‘সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে’, ইডিকে কড়া ধমক সুপ্রিম কোর্টের

‘সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে’, ইডিকে কড়া ধমক সুপ্রিম কোর্টের

212 views
A+A-
Reset

তামিলনাড়ুর সরকারি সংস্থা ‘তাসম্যাক’-এর দফতরে ইডির হানা নিয়ে কড়া ভাষায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ স্পষ্ট জানায়, “ইডি সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে। একটি সরকারি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ মানে সংবিধান ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অবমাননা।”

তাসম্যাকের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার দুর্নীতির তদন্তভার সম্প্রতি মাদ্রাজ হাই কোর্ট ইডির হাতে তুলে দেয়। তারপরই সংস্থার সদর দফতরে হানা দেয় ইডি। এর বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যায় তামিলনাড়ু সরকার।

শুনানিতে প্রধান বিচারপতি বলেন, “একটি সংস্থার বিরুদ্ধে ফৌজদারি মামলা? ফৌজদারি অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে দায়ের হওয়া উচিত। ইডি সীমা লঙ্ঘন করছে।” একই সঙ্গে ইডির তদন্তে স্থগিতাদেশও দেয় আদালত।

তামিলনাড়ুর পক্ষে কপিল সিব্বল জানান, রাজ্য সরকার আগে থেকেই ৪১টি এফআইআর দায়ের করেছে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে। তার পরেও ইডির এই আচরণ গোপনীয়তার লঙ্ঘন। একই বক্তব্য জানান তাসম্যাকের আইনজীবী মুকুল রোহতগী।

শেষে ইডিকে হলফনামা জমা দিয়ে জানাতে বলা হয়েছে, কী অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল এবং কী তথ্যপ্রমাণ তাদের হাতে রয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.