প্রথম পাতা খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে আয়কর তল্লাশি, তোলপাড় রাজ্য-রাজনীতি

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে আয়কর তল্লাশি, তোলপাড় রাজ্য-রাজনীতি

424 views
A+A-
Reset

কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে আয়কর তল্লাশি। ট্রায়াল রানের সময় হানা দেন গোয়েন্দারা। বেহালার ফ্লাইং ক্লাবে ট্রায়াল রানের সময় আচমকাই তা থামিয়ে আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি চালান বলে অভিযোগ।

অভিযোগ, দীর্ঘক্ষণ ধরে চপার আটকে রেখে তল্লাশি অভিযান চালান আয়কর আধিকারিকরা। শুধু তাই নয়, তল্লাশি চালানোর সময় অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাগ-বিতণ্ডা। তবে চপারে কিছুই মেলেনি বলে দাবি অভিষেকের। পয়লা বৈশাখের দিন অভিষেক এক্স হ্যান্ডল (আগের টুইটার)-এ পোস্ট দিয়ে জানিয়েছেন, তাঁর কপ্টারে তল্লাশি চালিয়েছে আয়কর দফতর।

ঘটনায় প্রকাশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারের কাছে পৌঁছে ব্যাগ, আসন সব তল্লাশি চালাতে শুরু করেন আয়কর আধিকারিকরা। ঘণ্টা খানেক ধরে চলে তল্লাশি। এমনকী পাইলটের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা। শাসকদলের দাবি, আয়কর দফতরের কর্তারা কোনও নোটিস ছাড়াই এই তল্লাশি চালিয়েছেন। যার কোনও প্রয়োজনীয়তা ছিল না বলেই মনে করছে শীর্ষ নেতৃত্ব।

আয়কর দফতরের এহেন কাণ্ডে স্বভাবতই তোলপাড় পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন থেকে রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে, তৃণমূল নেতা কুণাল ঘোষ সকলেই কেন্দ্রীয় এজেন্সির এহেন অতিসক্রিয়তার বিরুদ্ধে বিজেপি বিরোধী তোপ দেগেছেন। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা স্পষ্টই জানিয়ে দেন যে, বিজেপি আসলে ভয় পেয়েছে। সে কারণেই এ সব করছে। তবে তৃণমূলের অভিযোগ মানতে নারাজ বিজেপি। তাদের দাবি, কোনো খবর পেয়েই অভিষেকের কপ্টারে তল্লাশি চালিয়েছে আয়কর দফতর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.