প্রথম পাতা খবর অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন, মুখ্যমন্ত্রীর লেখা গান ভাইরাল

অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন, মুখ্যমন্ত্রীর লেখা গান ভাইরাল

385 views
A+A-
Reset

৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে দিঘায় উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির। সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গান লিখেছেন ও সুর দিয়েছেন। গানটি গেয়েছেন পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন। মিউজিক ভিডিওতে তুলে ধরা হয়েছে মন্দিরের নানা দৃশ্য, কলসযাত্রা এবং মুখ্যমন্ত্রীর কর্মসূচির মুহূর্ত।

‘নয়ন পথগামী জয় জগন্নাথ স্বামী’ গানটি ইতিমধ্যেই মমতার ফেসবুক ও এক্স হ্যান্ডল থেকে প্রকাশ পেয়ে ভাইরাল হয়েছে। একদিনের মধ্যেই দর্শক-শ্রোতার সংখ্যা ছাড়িয়েছে ১ লক্ষ ৪৪ হাজারের বেশি।

ভিডিওটির নাম ‘জয় জগন্নাথ ধাম’। গানের কথায় রয়েছে, “জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় হে। তুমি জগতের পিতা, আমাদেরও পিতা, তোমায় মোদের ভরসা, তোমায় মোদের আস্থা…”

মন্দির উদ্বোধনের আগে শুক্রবার আয়োজিত হয়েছে মঙ্গল অনুষ্ঠান ও কলসযাত্রা। মহিলারা মঙ্গল ঘট নিয়ে প্রদক্ষিণ করেছেন মন্দির। বাজানো হয়েছে মঙ্গল শঙ্খও।

৩০ এপ্রিল মন্দির উদ্বোধনের পাশাপাশি হবে জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা ও বিশেষ যজ্ঞ। গোটা দিঘা এখন উৎসবের সাজে সেজে উঠেছে। রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা, আগুন নেভানোর বন্দোবস্ত ও যান নিয়ন্ত্রণের বিশেষ নজরদারি। জায়গায় জায়গায় লাগানো হয়েছে এলইডি স্ক্রিন, যাতে সরাসরি সম্প্রচার দেখতে পারেন দর্শনার্থীরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.