প্রথম পাতা খবর অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, নবান্নে প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রীর

অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, নবান্নে প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রীর

288 views
A+A-
Reset

আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় দ্বারোদঘাটনের মাধ্যমে উদ্বোধন হবে নতুন জগন্নাথ মন্দিরের। তার আগে বুধবার নবান্নে প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, উদ্বোধনের অনুষ্ঠান রাজকীয়ভাবে সম্পন্ন করতে রাজ্যজুড়ে এলইডি টিভির মাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে।

২৯ ও ৩০ এপ্রিল দিঘায় থাকবে তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত হ্যাঙ্গার, যেখানে ৬ হাজার মানুষের বসার ব্যবস্থা থাকবে। ৩০ তারিখ মূল অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকবেন রাজ্যের বিশিষ্ট শিল্পীরা—জিৎ গঙ্গোপাধ্যায়, ডোনা গঙ্গোপাধ্যায়, অদিতি মুন্সি ও শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন। প্রতিটি থানায় ‘May I Help You’ ক্যাম্প, মেডিক্যাল ইউনিট, অ্যাম্বুল্যান্স এবং নোডাল অফিসার রাখার কথা বলেন তিনি। তাঁর কথায়, “মহাকুম্ভে দুর্ঘটনায় অনেক মৃত্যু হয়েছিল। আমাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে।”

মমতা জানান, ২৯ এপ্রিল শুরু হবে যজ্ঞ, নেতৃত্ব দেবেন পুরীর মন্দিরের রাজেশ দৈতাপতি। ৩০ এপ্রিল সকাল ১১টা থেকে প্রাণপ্রতিষ্ঠা, দুপুর ২.৩০-৩.১০ এর মধ্যে হবে দ্বারোদ্ঘাটন। উপস্থিত থাকবেন রাজেশ দৈতাপতি ও ইসকন কলকাতার সহ-সভাপতি রাধারমন দাস।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.