ডেস্ক: দিল্লি যাওয়ার আগে দলের রাজ্যসভার প্রার্থী চূড়ান্ত করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হিসেবে মনোনীত হচ্ছেন প্রসার ভারতীর প্রাক্তন অধিকর্তা জহর সরকার। তৃণমূলের পক্ষ থেকে ট্যুইট করে এই কথা জানানো হয়েছে।
জওহর সরকার এই মুহূর্তের শুধু নয়, অন্তত গত দুই দশকের সবথেকে আলোচিত কেন্দ্রীয় সরকারি আমলাদের মধ্যে অন্যতম নাম। রাজনৈতিক মানদণ্ডে বিচার করলেও কার্যত অপ্রতিদ্বন্দ্বী এক ব্যক্তিত্ব তিনি। এবার তাঁকেই রাজ্যসভায় কেন্দ্র বিরোধী মুখ হিসাবে পাঠাতে চলছে তৃণমূল।
সম্প্রতি রাজ্যসভার উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে নির্বাচনের দিন ঠিক হয় ৯ অগস্ট। সেই আসনেই তৃণমূলের প্রস্তাবিত মুখ জওহর সরকার। এর আগে একাধিক বার কেন্দ্রের সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সরব হতে দেখা গিয়েছিল তাঁকে।
আরও পড়ুন: প্রকাশিত হল ICSE, ISC-র ফলাফল, ছেলেদের থেকে এগিয়ে মেয়েরাই
প্রসার ভারতীর প্রাক্তন সিইও, অবসরপ্রাপ্ত এই আইএএস অফিসারের সঙ্গে তৃণমূল নেতৃত্বের সম্পর্ক ভালো বরাবরই। আলাপন ইস্যুতে যখন কেন্দ্র ও রাজ্যের মধ্যে টানাপোড়েন চলছিল, তখন প্রাক্তন মুখ্যসচিবের পক্ষ নিয়েছিলেন জহর সরকার।