প্রথম পাতা খবর হাওড়ার রামরাজাতলায় সাঁত্রাগাছি ‘মা’ গোষ্ঠীর উদ্যোগে জলসত্র

হাওড়ার রামরাজাতলায় সাঁত্রাগাছি ‘মা’ গোষ্ঠীর উদ্যোগে জলসত্র

417 views
A+A-
Reset

চলার পথের প্রান্তে থেকে যায় অনেক অনেক মণি মুক্তো। শ্রীমা সারদার এই মহান বাণীতে উদ্বুদ্ধ হয়ে ১মে, যেদিন আন্তর্জাতিক শ্রমিক দিবস, যেদিন বিশ্বমনস্বী স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন বেলুড়ে শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন মানুষের সেবার জন্য, সেই মে দিবসের দিনের সকালে হাওড়ার রামরাজাতলায় রামচন্দ্রের মন্দিরের কাছে ‘শিব জ্ঞানে জীব সেবা’র মহান ব্রত নিয়ে সাঁত্রাগাছি ‘মা’ গোষ্ঠীর সদস্য,সদস্যারা রাস্তায় নেমে পড়েছিলেন এই দারুণ গরমের দিনে পথচলতি মানুষের পিপাসায় তেষ্টার পরিশুদ্ধ পানীয় ORS,আমপানার শরবত, ইত্যাদি গ্লাসে গ্লাসে পথচলতি মানুষের হাতে হাতে তুলে দিতে।

এককথায় মানুষের সেবায় জলসত্র। এলাকার স্থানীয় বাজারে যারা রাস্তায় বসে সবজি আনাজ বিক্রি করছিলেন,বিভিন্ন দোকানীদের,তাদের কাছে এই গরমে তেষ্টার জল পৌঁছে দিচ্ছিলেন তাঁরা। বাজারে বাজার করতে আসা যাওয়া করা কাছের বা দুরের পথচলতি মানুষদের হাতেও তুলে দিয়েছেন তাঁরা তৃষ্ণার জল,শরবত, ORS.সকলেই আনন্দের সাথে গ্রহণ করেছেন এদের এই সহযোগিতা।

এদিন সকাল থেকেই চলেছিল এই অনুষ্ঠান। দেখে ভালো লাগল,এই ভেবে যে, যখন সমাজে পরের জন্যে কাজ করা, পরকে মানবিক সেবা করা,ইত্যাদি মহৎ মানসিকতার মূল্যবোধগুলি হারিয়ে যাচ্ছে,তখন এইসব উদার মনোভাবের মানুষদের এই মহতি প্রচেষ্টাকে বিনম্র সম্মান না জানিয়ে পারা যায় কি? বিশেষ করে যেখানে রয়েছে জগজ্জননী শ্রীমায়ের প্রতিকৃতি,আর,যে স্বেচ্ছাসেবী সংস্থার নাম ‘মা’ গোষ্ঠী। যেখানে শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের আদর্শ প্রতীয়মান এদের সকলের অন্তরে অন্তরে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.