জম্মু ও কাশ্মীরে প্রবল বৃষ্টির জেরে ব্যাপক বিপর্যয়। মঙ্গলবার দুপুরে বৈষ্ণোদেবীর পথে ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে পাঁচ পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও ১৪ জন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আপাতত যাত্রা স্থগিত করেছে প্রশাসন।
স্থানীয় সূত্রে খবর, দুপুরে অর্ধকুয়ারিতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে হঠাৎ পাহাড় ধসে পড়ে। পাথর ও বোল্ডারের নিচে চাপা পড়ে যান বহু তীর্থযাত্রী। বৈষ্ণোদেবী কর্তৃপক্ষ এক্স হ্যান্ডেলে জানিয়েছে, এই দুর্ঘটনার জেরে আপাতত সব যাত্রা বন্ধ রাখা হয়েছে।
এর পাশাপাশি প্রবল বৃষ্টিতে ডোডা জেলায় মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বান নামে। জলে ভেসে গিয়েছে অন্তত ১০টি বাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে আরও ৪ জনের, নিখোঁজ বহু মানুষ। প্রশাসনের দাবি, তাউই নদীর জল বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে।
পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে:
- ভূমিধসের ভয়ে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
- ডোডার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা কার্যত ধ্বংস হয়ে গিয়েছে।
- নদীর জলস্তর বইছে বিপদসীমার উপর দিয়ে।
- রাতভর বৃষ্টি হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের।
- ঝুঁকি এড়াতে ধসপ্রবণ এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
কাঠুয়া, ডোডা, জম্মু, সাম্বা, রামবান এবং কিস্তওয়ার জেলায় ইতিমধ্যেই প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় কাঠুয়ায় ১৫৫.৬ মিমি, ডোডার ভাদেরওয়ায় ৯৯.৮ মিমি এবং জম্মুতে ৮১.৫ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে।
প্রবল বৃষ্টি ও ধসের কারণে সমগ্র জম্মু-কাশ্মীরজুড়েই চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসন বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।