শনিবার (৬ জুলাই) সকাল থেকে জম্মু ও কাশ্মীরের কুলগামের দুটি জায়গায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে একটি গুলির লড়াই চলছে। এই এলাকায় তল্লাশি অভিযান চলাকালীন, জঙ্গির গুলি চালাতে শুরু করে, এতে একজন জওয়ান শহিদ হন, তারপরে এনকাউন্টার শুরু হয়।
এ দিকে নিরাপত্তা বাহিনী ব্যাপক সাফল্য পেয়েছে। এই এনকাউন্টারে, কুলগাম জেলায় সামরিক বাহিনী চার সন্ত্রাসবাদীকে হত্যা করেছে। এনকাউন্টার এখনও চলছে।
সিআরপিএফ, সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। কুলগামে প্রথম এনকাউন্টারের কয়েক ঘন্টা পরে, জেলার আরেকটি এলাকা ফ্রিসাল গ্রামের চিংগাম এলাকায় এনকাউন্টার শুরু হয়। নিরাপত্তা বাহিনী এলাকায় লস্কর সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার তথ্য পেয়েছিল, তারপরই তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।
জম্মু ও কাশ্মীর পুলিশ এই দুটি জায়গায় সন্ত্রাসবাদীদের অবস্থানের কথা জানিয়েছিল। নিরাপত্তা বাহিনী এই এলাকাগুলোক ঘিরে রেখেছে। এছাড়া সাধারণ নাগরিকদের নিরাপত্তার জন্য এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়েছে।