প্রথম পাতা খবর বাড়িতে ঢুকে জম্মু-কাশ্মীরের স্পেশ্যাল পুলিশ অফিসার ও স্ত্রীকে গুলি করে মারল জঙ্গিরা

বাড়িতে ঢুকে জম্মু-কাশ্মীরের স্পেশ্যাল পুলিশ অফিসার ও স্ত্রীকে গুলি করে মারল জঙ্গিরা

285 views
A+A-
Reset

ডেস্ক: জম্মু-কাশ্মীরের স্পেশ্যাল পুলিশ অফিসার ও স্ত্রীকে বাড়িতে ঢুকে গুলি করে খুন করল জঙ্গিরা। পুলওয়ামা জেলার হরিপারিগ্রামে ঘটেছে এই ঘটনা। গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।


গতকাল রাতে তাঁর বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় জঙ্গিরা। নির্মম ভাবে গুলি করে হত্যা করা হয় প্রাক্তন স্পেশাল পুলিশ অফিসার ফৈয়াজ আহমেদের বাড়িতে হামলা চালায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ফৈয়াজ মারা যান। হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। পুলিশ কর্মীর মেয়েকেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে বাঁচানো যায়নি তাঁকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান রাজা বেগম।

আরও পড়ুন: দু’বছরের শিশুর গলায় আড়াই ইঞ্চির পেরেক, ২১ ঘণ্টা আটকে শ্বাসনালীতে! অসাধ্যসাধন করল এসএসকেএম

রবিবারই জম্মু বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশে প্রথমবার ড্রোন হামলায় আহত হন ভারতীয় জওয়ানরা। সেদিনই জম্মু শহর থেকে খানিক দূরে একটি শপিং মল থেকে দুই সন্ত্রাসবাদীকে হাতেনাতে ধরে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র, বিস্ফোরক ও বুলেট উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, জম্মু শহরে বড়সড় বিস্ফোরণের ছক কষেছিল এই সন্ত্রাসবাদীরা। হাতেনাতে দু’জনকে ধরতে পারায় বড়সড় নাশকতা এড়ানো গিয়েছে। জম্মু বিমানবন্দর বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকতে পারে পাক মদতপুষ্ট জইশ-ই-মহম্মদ। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.