প্রথম পাতা খবর জম্মু ও কাশ্মীরে জাতীয় সড়ক থেকে খাদে বাস, মৃত অন্তত ২১, আহত অনেকে

জম্মু ও কাশ্মীরে জাতীয় সড়ক থেকে খাদে বাস, মৃত অন্তত ২১, আহত অনেকে

276 views
A+A-
Reset

জম্মু ও কাশ্মীরে একটি বড়সড় সড়ক দুর্ঘটনা। বৃহস্পতিবার জম্মু জেলায় তীর্থযাত্রী বোঝাই একটি বাস রাস্তা থেকে ছিটকে যায় এবং খাদে গিয়ে পড়ে। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২১ হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ২১ জন আহত হয়েছে।

সরকারি আধিকারিকরা জানিয়েছেন, চোকি চোরার টাংলি মোড়ে দুর্ঘটনাটি ঘটে। বাসটি প্রায় দেড়শ ফুট নীচে খাদে পড়ে যায়। তথ্য অনুযায়ী, এই বাসটি হরিয়ানার কুরুক্ষেত্র এলাকা থেকে শিব খোরি এলাকায় তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল।

রাজিন্দর সিং তারা নামে ওই আধিকারিক বলেন, “বাসটি শিব খোরির দিকে যাচ্ছিল। এখানকার মোড় খুবই স্বাভাবিক। এখানে কোনো সমস্যা হওয়ার কথা ছিল না, তবে সম্ভবত চালক ঘুমিয়ে পড়েছিলেন। বাঁক না নিয়ে বাসটি সোজা চলে যায় এবং তারপর নীচে পড়ে যায়।”

বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনাটি ঘটে আখনুর শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে, যখন বাসটি হঠাৎ রাস্তা থেকে ছিটকে পড়ে এবং গভীর খাদে পড়ে যায়। ভারতীয় সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে যায়। মেডিক্যাল টিম-ও যায়। তারা উদ্ধার কাজে প্রশাসনকে সহায়তা করছে। দুর্ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

এই বাস দুর্ঘটনার বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, “জম্মুর আখনুরের কাছে বাস দুর্ঘটনার কথা শুনে গভীর ভাবে দুঃখিত। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আমি আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.