প্রথম পাতা খবর জয়নগরে তৃণমূল নেতা খুনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি

জয়নগরে তৃণমূল নেতা খুনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি

467 views
A+A-
Reset

জয়নগর: সোমবার সাত সকালে ‘জোড়া’ খুনে অগ্নিগর্ভ দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। তৃণমূল অঞ্চল সভাপতিকে গুলি করে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও, তৃণমূল নেতা শওকত মোল্লার দাবি বিজেপি ও সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা মিলেই খুন করেছে অঞ্চল সভাপতিকে।

এ দিন সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকার বামনগাছি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত তৃণমূল নেতার নাম সইফুদ্দিন লস্কর (৪৩)। তিনি বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং বামনগাছিতে তৃণমূলের অঞ্চল সভাপতি। ঘ‌টনায় প্রকাশ, তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর মসজিদে যাচ্ছিলেন। ভোর ৫টা নাগাদ মসজিদে নমাজ পড়তে যাচ্ছিলেন তিনি। সেই সময় তাঁকে আক্রমণ করে দুষ্কৃতীরা। এক রাউন্ড গুলি চালানো হয়। গুলি তাঁর কাঁধে লাগে। রাস্তায় লুটিয়ে পড়েন সইফুদ্দিন। গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। রক্তাক্ত অবস্থায় সইফুদ্দিনকে উদ্ধার করে তাঁরা জয়নগর ১ ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

মিডিয়া রিপোর্টে প্রকাশ, এই ঘটনার পরই বামনগাছি গ্রাম পঞ্চায়েতের দলুয়াখাঁটি গ্রামে একের পর এক বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। অশান্তির আগুনে দাউদাউ করে জ্বলে গোটা গ্রাম। বেশ কিছু বাড়িঘর, দোকান পুড়ে গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। মজুত রাখা ধান ও ধানের গোলা জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

এই ঘটনায় সকালেই এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য দুই অভিযুক্তকে তৃণমূল সমর্থকেরা মারধর করেন বলে অভিযোগ। একাংশের দাবি, এক জনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। অন্য জন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা পলাতক।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.