প্রথম পাতা খবর ঝাড়খণ্ডে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে, অজানা গন্তব্যে ক্ষমতাসীন জোটের বিধায়করা

ঝাড়খণ্ডে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে, অজানা গন্তব্যে ক্ষমতাসীন জোটের বিধায়করা

469 views
A+A-
Reset

ঝাড়খণ্ডে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে। সরকার বাঁচাতে মরিয়া ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। বিধায়ক ভাঙানো রুখতে আগেভাবেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেস বিধায়কদের রিসর্টে রাখার ব্যবস্থা করলেন হেমন্ত। অজানা গন্তব্যের উদ্দেশ্য রওনা দিল একটি বাস। মনে করছে ওইসব বিধায়কদের ছত্তীসগঢ়ে নিয়ে যাওয়া হয়েছে।

 বৃহস্পতিবার নির্বাচন কমিশন ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ বাইসের কাছে হেমন্ত সোরেনকে বিধায়ক হিসেবে অযোগ্য ঘোষণার সুপারিশ করে। এরপর থেকেই ঝাড়খণ্ডে রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়। শুক্রবার রাজ্যপাল হেমন্ত সোরেনকে অযোগ্য ঘোষণা করেছে বলে জল্পনা দেখা দেয়। তবে রাজভবনের তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। অন্যদিকে, সোরেন ক্ষমতাসীন জোটের বিধায়কদের তাঁর বাসভবনে শুক্রবার বৈঠকের ডাক দেন। খনি কেলেঙ্কারিতে তাঁর বিধায়ক পদ খারিজ হয়ে যাওার সম্ভাবনা তৈরির হরও আজ সকালে তাঁর বাসভবনে বিধায়কদের একটি বৈঠক ডাকেন তিনি। ওই বৈঠকে যোগ দেওয়ার জন্য বিধায়করা তাদের লাগেজ সঙ্গে করে আনেন।

সরকার জোটের তরফে জানানো হয়েছে, সরকার পতনের কোনও সম্ভাবনা নেই। ঝাড়খণ্ডের ৮১ সদস্যের বিধানসভায় ক্ষমতাসীন জোটের ৪৯ বিধায়ক রয়েছেন। বৃহত্তম দল হিসেবে জেএমএম-এর ৩০ জন বিধায়ক রয়েছেন। কংগ্রেসের ৮ ও আরজেডির একজন বিধায়ক রয়েছেন। বিধানসভায় বিজেপির ২৬ জন বিধায়ক রয়েছে। তবে ক্ষমতাসীন জোটের বিধায়কদের ভাঙিয়ে বিজেপির সরকার গঠনের ইতিহাস রয়েছে। সেই সম্ভাবনা এড়াতে আগাম ক্ষমতাসীন জোট বিধায়কদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.