বৃহস্পতিবার বিকাশ ভবন চত্বরে উত্তেজনার চরমে পৌঁছাল চাকরি হারানো এসএসসি প্রার্থীদের বিক্ষোভ। সকাল থেকেই করুণাময়ী চত্বরে জমায়েত করতে থাকেন শিক্ষক, শিক্ষাকর্মী-সহ চাকরিহারারা। বিকাশ ভবনে প্রবেশে বাধা পেয়ে আন্দোলনকারীরা লোহার গেট ভেঙে ফেলেন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি।
ঘটনার সময় তৃণমূল নেতা সব্যসাচী দত্ত সেখানে গেলে, কয়েক জন বিক্ষোভকারী তাঁর গাড়ির সামনে শুয়ে পড়েন। সব্যসাচী বলেন, “আন্দোলনকারীরা আবেগে এটা করছেন। তবে আদালতের বিষয় আদালতেই নিষ্পত্তি হবে। আমরা কেউই আদালতের ঊর্ধ্বে নই।”
সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির ২৬ হাজার নিয়োগ বাতিল হয়। রাজ্য সরকার তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেও, চাকরিহারাদের অভিযোগ—পর্যাপ্ত আইনি উদ্যোগ ও যোগাযোগের অভাব রয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার চেষ্টাও ব্যর্থ হয় তাঁদের।
চাকরিহারাদের বক্তব্য, সুপ্রিম কোর্ট মে-র মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা বললেও তা হয়নি। তাঁদের প্রশ্ন—“অপরের দুর্নীতির দায় আমরা কেন নেব?” বিকাশ ভবনের গেট ভাঙা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে সল্টলেকের প্রশাসনিক চত্বর।